ত্বক ও চুলের ধরণ কিংবা সমস্যা যাই হোক না কেন ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার জুড়ি মেলা ভাল। এই নিরিখে দেখতে গেলে অ্যালোভেরাকে রূপচর্চার পরেশ পাথর বললে খুব একটা ভুল বলা হবে না। আর অ্যালোভেরা যে শুধু ত্বকের পরিচর্যায় কাজে আসে তা নয় বরং অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লেমেটারি কার্যকারিতার জন্য ত্বকের ছোট খাটো সংক্রমণের ক্ষেত্রেও বেশ কার্যকরী অ্যালোভেরা। তাই আজকাল গোলাপ জল ও মধুর পাশাপাশি নিত্যদিনের ব্যবহারে বাড়িতে অ্যালোভেরা জেল কিংবা অ্যালোভেরা ক্রিম রাখেন অনেকেই।
তবে অধিকাংশ ক্ষেত্রেই তা হয় বাজার থেকে কেনা কারণ ঘরে অ্যালোভেরা গাছ থাকলেও পাতা কেটে জেল বার করে নেওয়া ব্যস্ত শিডিউলে বেশ ঝামেলার। আর বাজার থেকে কেনা মানেই ১০০ শতাংশ খাটি অ্যালোভেরা পাওয়া দুষ্কর তাতে কেমিক্যাল থাকতে বাধ্য। এক্ষেত্রে বাড়িতেই কীভাবে অ্যালোভেরা জেল থেকে ক্রিম বানিয়ে রোজ ব্যবহার করবেন দেখে নিন।
বাড়িতেই অ্যালোভেরা ক্রিম বানাতে অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে নিতে হবে এবং সঙ্গে রাখতে হবে ভিটামিন সি পাউডার ও ভিটামিন ই ক্যাপসুল। এই উপকরণগুলি দিয়ে এইভাবে ধাপে ধাপে তৈরি করে নিন অ্যালোভেরা ক্রিম।
প্রথমে অ্যালোভেরার পাতার ধারগুলো কেটে নিন। এরপর ছোট ছোট চৌকোনো টুকরো করে নিন।
এবার এই টুকরোগুলো থেকে চামচ দিয়ে একটি বাটিতে জেল বার করে নিন।
এই জেল মিক্সার গ্রাইন্ডারে মিহি করে পিষে নরম পেস্ট বানিয়ে নিন।
এবার এই অ্যালোভের জেলের পেস্টে ভিটামিন সি ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। এই দুই উপকরণ অ্যালোভেরা জেল প্রিজর্ব করতে সাহায্য করবে। ব্যাস অ্যালোভেরা জেল বা ক্রিম একেবারে তৈরি। এবার এই ক্রিম এয়ার টাইট কাঁচের কন্টেনারে রেখে দিন।
এর জন্য উপকরণ লাগবে
অ্যালোভেরা জেল- ২ বড় চামচ
ল্যাভেন্ডার অয়েল- ১ চামচ
প্রাইমরোজ অয়েল- ১ চামচ
এরজন্য একটি কাঁচের পাত্রে প্রথমে অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে নিন।
এবার এতে ল্যাভেন্ডার জেল ও প্রাইমরোজ অয়েল ভাল করে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণ একটি এয়ার টাইট কনটেনারে রেখে দিন। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে লাগিয়ে নিন।
এই নাইট ক্রিমের নিয়মিত ব্যবহারে ত্বকের তারুণ্য দীর্ঘস্থায়ী হবে।
(ছবি সৌ: Unsplash)