অন্দরসজ্জায় আজকাল ধুসর রঙের দেওয়াল পছন্দ করেন অনেকেই। কম আলো, গ্রে ওয়াল পেন্ট এবং গাঢ় রঙের আসবাবপত্র। অনেকর কাছেই পরম সুখের এই কম্বিনেশন। তবে সব সময় কি অন্ধকার বা কম আলোতে থাকা ভাল? ক্লান্ত হয়ে দিনের শেষে বাড়ি ফিরে সবাই চায় শরীরের ক্লান্তি দূর করে মন চাঙ্গা করে নিতে।বিশেষজ্ঞদের মতে বাড়ির পরিবেশের সরাসরি প্রভাব পড়ে আমাদের জীবনে। প্রভাবিত হয় আমাদের ব্যক্তিত্ব। সেক্ষেত্রে আলো ঝললে পরিবেশ থাকলে মন নিজের অজান্তেই ভাল হয়ে যায়। মন ভাল থাকলে স্বাভাবিক ভাবে শরীরও ভাল থাকে।
হতেই পারে এই আচমকা অনেক সময় আপনার হঠাত্ মন খারপ বা মন মরা হয়ে থাকার কারন হতে পারে আপনার বাড়ির পরিবেশ। তাই মন ভাল করতে কীভাবে বাড়িতে এই নেগেটিভ ভাইবসকে দূরে সরিয়ে পজিটিভ ভাইবস আনবেন জেনে নিন-
ঘরগুলোতে যাতে সূর্যের আলো ঢুকতে পারে তার ব্যবস্থা করুন
সূর্যের আলো ঘরে ঢোকা ভাল। এতে ঘরের ভ্যাপসা ভাব থাকে না ঘরের পরিবেশে পজিটিভ ভাইবস তৈরি হয়। অনেকেই একটু কম আলোতে থাকতে পছন্দ করেন। এতে কোনও অসুবিধে নেই তবে নিয়মিত সকালে উঠে ঘরের পর্দ সরিয়ে দিন। ঘরে আলো বাতাস খেললে ঘরের পরিবেশ মনোরম হবে। সকালের শুরুটা আলো ঝলমলে হলে গোটা দিন আপনিও থাকবেন চনমনে।
ঘরের দেওয়াল হোক কিংবা আসবাব পত্র রাখুন হালকা রঙের
যুগের সঙ্গে বদল এসেছে অনেক কিছুরই তেমন বদলেছে অন্দরসজ্জার পরিভাষা। এখন হালকা রঙের বদলে গাঢ় রঙের দেওয়ালের আকর্ষণ অনেক বেশি। তবে এটাও ঠিক গাঢ় রঙের দেওয়ালে আশেপাশের ঘরগুলো কিছুটা ডাল ও ডিপ্রেসিং লাগবে।তাই ঘর আলো ঝলমলে দেখাতে দেয়ালে সাদা, হলুদ, সবুজ, লালের হালকা শেড কিংবা পিচ কালার ব্যবহার করতে পারেন।ঘরের পরিবেশও ইতিমবাচক হয়ে উঠবে।
ঘরে আসবাবপত্র ও সহ অন্যান্য প্রপসের ভীড় বাড়াবেন না
ঘরে খালি জায়গা রাখুন। ঘরে শোখিন জিনিস পত্রের মেলা আর আসবাবপত্রের ভিড় বাড়িয়ে তুলবেন না। আসবাবপত্রে ঠাসা ঘর দেখতে যেমন ভাল লাগবে না ঠিক তেমন ঘর ছোট দেখাবে এবং চাপা লাগবে। এদিকে ঘর ছিমছিম সাজানো হলে খোলামেলা হবে এবং মনও ভাল থাকবে। তাই বাড়ির চারপাশে চোখ বুলিয়ে বাড়তি জিনিসগুলোর তালিকা বানিয়ে সে হলো সরিয়ে ফেলুন। এর মধ্যে অনেক কিছুই আপনার পছন্দের হবে ঠিকই কিন্তু পছন্দের জিনিসে ঠাসা ঘর নাকি প্রয়োজনীয় জিনিসে খোলামেলা ঘর পছন্দ সেটা আপনাকেই ঠিক করতে হবে। মন ভাল থাকলে শরীরও ভাল থাকবে।
(ছবি সৌজন্য: Pixabay)