ইন্ডোর প্ল্যান্টস আপনার খুবই পছন্দের। তবে সখ্য দীর্ঘদিনের নয়। তাই সাধের পিস লিলি, ফ্লেমিঙ্গো লিলি ও অ্যালোভেরা দিয়ে ঘর সাজালেও শেষ রক্ষা হল না। অ্যলোভেরা গাছটি বেঁচে গেলেও দুই লিলির-ই প্রাণ প্রায় যায় যায় অবস্থা। এদিকে আপনার পরিচিতদের বাড়িতে দেখেছেন সামন্য জল পেয়েই কেমন বাড়বাড়ন্ত ইনডোর প্লান্টসগুলোর। কী করবেন? মেনে দেখুন এই নিয়মগুলো উপকৃত হবেন।
১. বেশিরভাগ ইন্ডোর প্ল্যান্টসের প্রয়োজন পর্যাপ্ত জল ও গাছের ওপর নির্ভর করে সূর্যের আলো। কখনও সরাসরি কখন আবার সরাসরি না রেখে আবডালে। যাই হোক পরিচর্যা, তেমন কঠিন না। তবে অতিরিক্ত জল দেবেন না। প্রয়োজনে জল দেওয়ার আগে মাটিতে হাত দিয়ে দেখে নিন। যদি মাটি শুষ্ক এবং শক্ত মনে হয় তা হলেই জল দিন। অন্যথ্যা দেবেন না। বেশি জলে গাছের গোড় পচে যেতে পারে।
২. গাছ যাতে ভালভাবে বাড়তে পারে তার জন্যে মাঝে মধ্যেই গাছ ছেঁটে দিন। বিশেষ করে শীতকালে দেখবেন গাছের ডগা বা পাতা শুকিয়ে হলদে বা বাদামি হয়ে যায়। তাই সময়মতো ট্রিম করুন এবং এর ফলে গাছে সঠিক ভাবে বাড়বে এবং দেখতেও ভাল লাগবে।
৩. ইন্ডোর প্ল্যান্টস সাধারণত বেশি আর্দ্রতা বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ভাল বড় হয়। গরম বা শুকনো আবহাওয়ায় গাছ অনেক সময় ঠিকমতো বাড়তে পারে না। এক্ষেত্রে আপনি হিউমিডিফায়াফ ব্যবহার করতে পারেন। কিংবা মাঝে মধ্যেই গাছগুলো হাল্কা ভিজিয়ে দিতে পারেন।
৪. সাধারণত আমাদের ধারণা ভাল সার পেলে গাছের স্বাস্থ্য ভাল হবে। তা ঠিক কিন্তু গাছ লাগানো বা সার ব্যবহারের ক্ষেত্রে আপনার বেশী দিনের অভিজ্ঞতা না থাকলে সারের ব্যবহার এড়িয়ে চলুন। এক্ষেত্রে অল্প জ্ঞানের ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তা ছাড়া ইন্ডোর প্ল্যান্টসের ক্ষেত্রে সার তেমন প্রয়োজনীয় নয়।
আরও পড়ুন: ঘরের অন্দরসজ্জায় আনুন সবুজের ছোঁয়া