দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রার পারদ আর কড়া হচ্ছে সূর্যের আলো। তাই রোদ থেকে বাঁচতে যতই চেষ্টা করুন এই গরমে মুখের সৌন্দর্য্য ম্লান হতে বাধ্য। এই ক্ষেত্রে মুখ ও রোদে পোড়া শরীরের অন্যান্য অংশের জেল্লা ফিরিয়ে আনতে পারে গোল্ড বডি পলিশিং প্যাক। রোদে পোড়া কিংবা ব্রণর কারণে দাগছোপ যেমন মুছবে তেমনই স্বাস্থ্যোজল হয়ে উঠবে ত্বক। পার্লারে গিয়েই আপনি এই গোল্ড বডি পলিশিং করাতে পারেন। তবে পকেটে যাতে টান না পড়ে তাই চাইলে পার্লারের বদলে বাড়িতেই প্রাকৃতিক উপকরণ দিয়ে বডি পলিশিং সেরে নিতে পারেন।
কীভাবে প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতে বডি পলিশিং তৈরি করবেন দেখে নিন-
উপকরণ
বডি পলিশের মিক্স বানিয়ে নিন এইভাবে
বডি পলিশের সময় এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে
কেন এই গোল্ড পলিশিং এত কার্যকারী
(ছবি সৌ: YouTube)