ডেট নাইট বলে কথা! তাও আবার ভ্যালেন্টাইন ডেট, পোশাকের সঙ্গে মানানসই মেকআপ লুক ফুটিয়ে তুলতে যেন কোথাও কোনও খামতি না থাকে সেদিকে নজর রাখতে হবে। যেমন চড়া মেকআপ আপনার লুক নষ্ট করতে পারে তেমন আবার ঠিক মতো মেকআপ না হলে বিশেষ দিনে আপনাকে অনেকটাই ম্লান দেখাবে। ডেট নাইটে যাতে আপনার মেকআপ লুক জৌলুসপূর্ণ ও দীর্ঘস্থায়ী হয় তার জন্য এ কাজগুলো করতে পারেন। যেমন-
প্রথমে কনসিলার লাগিয়ে নিন
প্রথমে চোখের নীচে একেবার পাতলা এক কোট কনসিলার চোখের তলায় ওপর দিকে করে লাগান। ফাউনডেশনের থেকে এক শেড হালকা কনসিলার ব্যবহার করুন। চোখের পাশপাশি ঠোঁট ও নাকের পিগমেন্টেশনও কনসিলার ব্যবহার করতে পারেন।
এবার মুখে ফাউনডেশন লাগানোর পালা
চাইলে কনসিলার লাগানোর আগে কিংবা পরে ফাউনডেশন ব্যবহার করতে পারেন। ফাউনডেশন যেন আপনার ক্সিন টোনের সঙ্গে মেলে। এক শেড হালকা হলেও ভাল মেকআপ হবে না। ত্বকের সঙ্গে মানানসই ফাউনডেশন না হলে মুখ ও গলার রঙ আলাদা দেখাবে। এটা দেখতে ভীষণ খারাপ লাগবে। ফাউনডেশন লাগানোর সময় আঙুলের বদলে মেকআপ স্পঞ্জ ব্যবহার করুন। এটা ফাউনডেশন ও কনসিলার ভাল করে ব্লেন্ড করা যাবে।
এখন পালা চোখ সাজানোর
এবার চোখের ওয়াটারলাইনে কাজল লাগিয়ে নিন। কাজল লাগালে চোখ আরও বড় ও উজ্জ্বল দেখাবে। এতে চোখের ফোলাভাব থাকলে তা সহজেই ঢাকা পড়ে যাবে। আপনাকে একেবার তরতাজা ও গ্ল্যামারস দেখাবে। এর জন্য ওয়াটারপ্রুফ ও স্মাজ প্রুফ কাজল ব্যবহার করুন এতে চোখের সাজ দীর্ঘস্থায়ী হবে।
অ্যাইশ্যাডো লাগাতে ভুলবেন না
চোখের চাহনি আরও আকর্ষণীয় করে তুলতে শিমারি বা নিউট্রাল টোনের আইশ্যাডো ব্যবহার করুন। এটা একদিকে আপনার লুক গ্ল্যামারস করে তুলবে আবার আপনার সাজ অতি রঞ্জিত না হয়ে বেশ মার্জিত থাকবে। আইশ্যাডোর হালকা একটা স্ট্রোক চোখের ওপর বুলিয়ে নিন। চাইলে বোল্ড ড্র্যামেটিক লুক কিংবা এলিগেন্ট শিমারি লুকে চোখ সাজিয়ে নিন।
এবার চোখে আইলাইনার লাগিয়ে নিন
এবার হালকা করে কালো আইলাইনার চোখে লাগিয়ে নিন। আইলাইনার আপনার চোখ আরও বড় ও তীক্ষ্ণ দেখাবে পাশাপাশি চোখ আরও সুন্দর করে ফুটিয়ে তুলবে। তাই স্মাজ প্রুফ ও ওয়াটার প্রুফ আইলাইনার বাছুন।
মাস্কারা লাগিয়ে নিন এ ভাবে
লম্বা ও ঘন চোখের পাতা নিঃসন্দেহে আপনার মেকআপ আরও আকর্ষণীয় করে তুলবে। তাই এমন মাস্কারা বাছুন যা দীর্ঘস্থায়ী হয়। মাস্কারা চোখের পাতা লম্বা করবে এবং প্রায় তিনগুণ ঘন করে তুলবে।
লিপ টিন্ট ও চিক টিন্ট
ভ্যালেনটাইনস ডে বলে কথা তাই ব্লাশ লাগালে আপনার ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠবে। তাই গালের উপরের অংশে এবং নাকের ডগায় সামান্য একটু এই ব্লাশ লাগিয়ে নিন। এটা অনেকটা ন্যাচারাল মেকআপের মতো দেখতে হবে। এটা সহজেই মেকআপের সঙ্গে মিশে যাবে এবং ত্বকে একটা কুয়াশাঘন দ্যূতি ফুটে উঠবে। এমন একটা ব্লাশ বেছে নিন যাতে প্রাকৃতিক উপাদান রয়েছে।
সব শেষে এবার পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক লাগিয়ে নিন
এবার একটা হালকা রঙয়ের লিপস্টিক লাগিয়ে নিন। এতে আপনার ঠোঁট আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তবে ভুলেও এতে শুকনো ভীষণ ভারী ম্যাট লিপস্টিক কাজে লাগান। ব্যাস আপনার মায়াবী চোখের ভাষায় ও ঠোঁটের জাদুতে মুগ্ধ হয়ে উঠতে বাধ্য আপনার পছন্দের মানুষ।
(ছবি সৌ :Unsplash)