এই তীব্র গরমে আমাদের শরীরের পাশাপাশি বাইকের যত্ন নেওয়া খুব জরুরি। অত্যাধিক গরমে বাইক চালানো বিপদজনক। হতে পারে। একটু অসতর্ক হলেই মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন। তাই এই গ্ররোমের সময় শরীরের পাশাপাশি সাধের বাইকের উপরেও নজর দেওয়া দরকার। চলুন জেনে নেওয়া যাক এই গরমে কিভাবে যত্ন করবেন নিজের বাইকটি।
এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ: বাইকে ইনস্টল করা এয়ার ফিল্টারটি পরিষ্কার করা ভীষণ দরকারি একটা কাজ। নিয়মিত পরিষ্কার না রাখলে ইঞ্জিনের উপ প্রভাব ফেলে। যার কারণে এর প্রভাব ইঞ্জিনের উপর পড়ে। বাইকের স্পার্ক প্লাগ প্রতি ১৫০০-২০০০ কিলোমিটারে পাল্টে ফেলুন। এছাড়াও আপনি একটি স্পার্ক প্লাগ রেঞ্চের সাহায্যে এটি নিজেই খুলতে পারেন। এটি স্যান্ডপেপার দিয়ে পরিষ্কারও করতে পারেন।
আরও পড়ুন: School Reopening | নামল পারদ খুলছে স্কুল
বাইকের টায়ারের দিকে নজর দিন: যে কোনো গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো টায়ার। গরমে টায়ারের বিশেষ যত্ন নিতে হবে। কারণ গরমে বাইকের টায়ার কিছুটা বেড়ে যায়। ফলে আপনার মনে হতে পারে যে, টায়ারে কম প্রেসার পাচ্ছে। কিন্তু এটাই ভুল কাজ করেন। প্রচন্ড গরমে বাইকে কম হাওয়া দেওয়াই ভালো। এছাড়াও স্বাভাবিকের পরিবর্তে বাইকে নাইট্রোজেন হাওয়া নেওয়ার চেষ্টা করুন, এটি যে কোনো পেট্রোল পাম্পে সহজেই পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, নাইট্রোজেন গাড়ির চাকা ঠান্ডা রাখে।
ব্যাটারি এবং ইঞ্জিন অয়েল: বাইকের ব্যাটারিও অনেক সময় পরীক্ষা করা উচিত। ব্যাটারিতে কোনো ফুটো আছে কি না সেদিকেও মনোযোগ দিতে হবে। এছাড়াও যদি আপনার বাইকের রেডিয়েটারে কুল্যান্ট থাকে, তবে তাও পরীক্ষা করুন। যদি সম্ভব হয়, ১৫০০-২০০০ কিলোমিটার চলার পর বাইকের ইঞ্জিন তেল পরীক্ষা করে নিন। যাতে আপনাকে কোনো রকম সমস্যায় পড়তে না হয়।