চুলের নানান সমস্যা সমাধানের অন্যতম সালফেট ফ্রি শ্যাম্পুর (sulfate free shampoo) ব্যবহার। ইদানীং এই সামগ্রী ব্যবহারে জোড় দিচ্ছেন কম বেশি সব হেয়ার কেয়ার এক্সপার্টরা (hair care expert)। আর এখন আপনি পড়েছেন ধন্দে, বর্ষাকালের বাড়তি চুল পড়া ছাড়া বিশেষ কোনও সমস্যা নেই, তাই এত বছরের সালফেট যুক্ত শ্যাম্পু আপনি বর্জন করেবেন কী করবেন না ঠিক করতে পারছেন না। তা এই সালফেট কি এবং কেন সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করা উচিত নয় তা কি আপনার জানা আছে?
সালফেট (sulphate) কি?
শ্যাম্পু লাগালে যে ঘন ফ্যানা হয় সেটা এই সালফেট নামক রাসায়নিকর জন্য। সালফেট হল আসলে এক ধরনের সার্ফেকট্যান্ট। এই সার্ফেকট্যান্টের কাজ হল তেল, ময়লা ও ত্বকের মৃত কোষ পরিষ্কার করা। এটা জেনে আপনার মনে হতেই পারে তা হলে সালফেট তো ভাল। কিন্তু বিষয়টা এত সোজা নয়। দেখা গেছে দীর্ঘসময় ধরে এই ধরনের শ্যাম্পু ব্যবহারের ফলে আপনার মাথার ত্বকের ও চুলের প্রয়োজনীয় তেল ও পুষ্টি শুষে নিচ্ছে। এবং এর ফলে চুল রুক্ষ ও জৌলুসহীন হয়ে পড়ছে। আর এর মধ্যে যদি আপনার মাথার ত্বক সংবেদনশীল হয় তা হলে চুলের সমস্যা আরও কয়েকগুন বেড়ে যায়।
প্রসাধনী থাকে এই সব সালফেট যুক্ত রাসায়নিক যা ক্ষতিকর
এই তিনটি সালফেট কম্পাউন্ড(sulfate compound) প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয় যেমন সোডিয়াম লরেথ সালফেট(Sodium laureth sulfate), সোডিয়াম লরিল সালফেট(sodium lauryl sulfate) এবং অ্যামোনিয়াম লরেথ সালফেট (ammonium laureth sulfate). এই প্রত্যেকটি রাসায়নিকে আলাদা আলাদা অনুপাতে সালফেট রয়েছে কিন্তু চুলের জন্য প্রত্যেকটি সমান ভাবে ক্ষতিকারক।
সালফেট ফ্রি শ্যাম্পুর উপকারিতা-
সালফেট ফ্রি শ্যাম্পু(sulfate free shampoo) চুলের আর্দ্রতা বজায় রাখে।
যাঁরা হেয়ার কালার ব্যবহার করেন তাদের জন্য সালফেট ফ্রি শ্যাম্পু (sulfate free shampoo) খুবই উপকারী।
সালফেট ফ্রি শ্যাম্পু (sulfate free shampoo) ভীষণ মাইল্ড হয় এবং মাথার ত্বকের কোনও সমস্যা যেমন জ্বালা বা চুলকানির সমস্যায় আরাম দেয়।
এই শ্যাম্পু চোখের জন্য ভাল, সালফেট যুক্ত শ্যাম্পুর মত চোখে ঢুকে গেলে চোখ জ্বালা করে না।
সালফেট ফ্রি শ্যাম্পু (sulfate free shampoo) সাধারনত গাছ গাছালি দিয়ে তৈরি হয় তাই এগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি।
যে সব চুলে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে না সেই সব চুলের ক্ষেত্রে এই সালফেট-ফ্রি শ্যাম্পু (sulfate free shampoo) ভীষণ উপকারী।
ছবি সৌজন্য: Pexels