নিত্যদিনের স্ট্রেস ও ক্লান্তির ছাপ পড়ে মুখের ওপর। ফলে নিয়মিত ত্বকের পরিচর্যা ভীষণ উপকারী। এ ক্ষেত্রে চটজলদি কাজ সারতে অনেকেই বাজার থেকে কেনা ব্র্যান্ডেড সামগ্রীর ওপর ভরসা রাখেন। তাতে হাতেনাতে ফল পাওয়া যায় ঠিকই তবে অনেক ক্ষেত্রেই এতে থাকা রাসায়নিকের প্রভাব পড়ে ত্বকের ওপর। তাই ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এবং নিমেষে ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে বাড়িতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপকরণের তৈরি এই সব প্যাক-
ডাবের একেবারে টাটকা জল মুখে লাগিয়ে নিন। ডাবের জল যেমন একদিকে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে তেমনি আবার ত্বকের দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে।
অর্ধেক কলা চটকে এতে ১/২ চা চামচ মধু, ১ চা চামচ টক দই ও গোলাপ জল ভাল করে মুখে লাগিয়ে নিন। এই প্যাক মুখে অন্তত ১৫ মিনিট লাগিয়ে রাখুন। পনেরো মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।
আলুর খোসা ছাড়িয়ে ভাল করে রস বার করে নিন। এবার এর সঙ্গে টক দই মিশিয়ে নিন মুখে লাগিয়ে নিন। অন্তত ১৫ মিনিট এই প্যাক মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
টোম্যাটো স্লাইস করে কেটে নিন। এই স্লাইস মুখে ডলে নিন। কিছুক্ষণ মুখে লাগিয়ে রেখে মুখ ধুয়ে নিন। এর ফলে সান ট্যান থাকলে মুখ পরিষ্কার হবে এবং ত্বকের জেল্লা আরও বেড়ে যাবে।
পেঁপের পাল্প কিংবা খোসার পেস্ট বানিয়ে তাতে পাতিলেবুর রস ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এই প্যাক ১০ থেকে ১৫মিনিট মুখে লাগিয়ে রাখুন। প্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
একটি পাত্রে বেসনের সঙ্গে টক দই, হলুদ, পাতিলেবুর রস মিশিয়ে ফেস প্যাক বানিয়ে ফেলুন। এবার এই ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখুন। প্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
একটি পাত্রে স্ট্রবেরি চটকে সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট স্ট্রবেরির এই ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখুন। পরে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
প্রাকৃতিক উপকরণ দিয়ে ত্বকের পরিচর্যার ফলে একদিকে যেমন ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন ঠিক তেমনই এই সব প্রাকৃতিক উপকরণে যে সব পুষ্টিকর উপাদান রয়েছে তা ত্বকের স্বাস্থ্য ভাল রাখবে।