গত দুদিনে তাপমাত্রার পারদ নেমেছে আরও কয়েক ধাপ। এরইমধ্যে আবহাওয়ার এই পরিবর্তনে ঠান্ডা লেগে আপনাকে কাবু করেছে গলা ব্যথা? গরম পানীয় খেলে ক্ষনিকের স্বস্তি, তারপর পরিস্থিতি যে কে সেই। বিষয়টিকে হাল্কা ভাবে না নিয়ে বরং এই অবস্থায় ঘরোয়া কিছু উপায়ে গলার যত্ন নিন।
তবে ব্যথা বাড়লে, কথা বলতে অসুবিধে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।