যতই বৃষ্টি হোক না কেন একটু রোদ উঠলে গরম একেবারে ঘেমেনেয়ে এক হয়ে যান আপনি। এই সময় হাতকাটা, ঢিলেঢালা পোশাক পড়তে পারলে রাস্তা ঘাটে চলাফেরার করতে সুবিধে হয় বৈকি। কিন্তু তার উপায় নেই আপনার বাহুমূলের কালো দাগ ছোপের কারণ বিব্রত বোধ করেন আপনি। ঘাম ছাড়া তেমন কোনও সমস্যা হয়না তাই সেই ভাবে যত্নও নিতে হয়না। সেই সুযোগেই বাহুমূলের চেহারার এই অবস্থা। ডিওডোরেন্টে থাকা ক্ষতিকর রাসায়নিক থেকে শুরু করে রেজারের ব্যবহার, স্থুলতা, জামা কাপড়ে ঘষা লেগে, পরিচর্যার অভাবে কিংবা কোনও ওষুধের প্রতিক্রিয়ায় এই সমস্যা হতে পারে। তবে চিন্তা করবেন না হারনো শ্রী ফিরে পেতে কাজে লাগাতে পারেন এই ঘরোয়া কিছু টোটকা।
আলু দিয়ে পরিচর্যা
রান্নাতো বটেই রূপচর্চাতে আলুর অপার মহিমা। কালো দাগছোপ তুলতে খুবই কাজে আসে আলু। পাশাপাশি ত্বককে আরও মসৃণ করে তোলে। তাই দাগছোপ মুক্ত হতে গোল আকৃতিতে আলু কেটে আপনার বহুমূলে ভাল করে ডলে নিন। আলুর এই রস আপাতত ২০ থেকে ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
শশা দিয়ে পরিচর্যা
কুলিং এজেন্ট হিসেবে শশার জবাব নেই। শশা কালো দাগ ছোপ তুলতে খুবই কার্যকরী। দুটো শশার টুকরো আপনার দুই বাহুমূলে অন্তত ১০ মিনিট ধরে মালিশ করুন। ২০ মিনিট পর ইষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। এই পরিচর্যা রোজ করলে তফাতটা নিজেই বুঝতে পারবেন।
হলুদ দিয়ে পরিচর্যা
হলুদ ছাড়া রান্না ভাবাই যায়না। তবে শুধু যে রান্নাবান্না তা তো নয় হলুদের বিশেষ উপাদানগুলি শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে সহজেই। তবে এখানেই শেষ নয় রূপচর্চার ক্ষেত্রেও হলুদ খুবই কাজের। অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ হলুদ ত্বকের জেল্লা বাড়াতে খুবই কার্যকরী। বাড়িতে হলুদের এই প্যাকটি বানিয়ে ফেলুন উপকার পাবেন। কী করবেন?
একটি পাত্রে ১ বড় চামচ হলুদ গুঁড়ো ও ১ থেরে ২ চা চামচ দুধ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ আপনার বাহুমূলে লাগিয়ে নিন। পনোরো থেকে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে অন্তত দুবার এই প্যাক ব্যবহার করুন।
অলিভ অয়েল দিয়ে পরিচর্যা
ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে অলিভ অয়েল দারুণ উপকারী। এর অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা বাহুমূলের রঙ অনেকটা হাল্কা করে। একটি পাত্রে ২ বড় চামচ ভার্জিন অলিভ অয়েল নিন এবং এর সঙ্গে ২ বড় চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিন। ব্রাউন সুগার এক্সফোলিয়েন্টের কাজ করে এবং মৃত কোষ পরিষ্কার করে। এই মিশ্রণটি কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি সপ্তাহে দুবার ব্যবহার করলে ভাল ফল পাবেন।