হোলির পর থেকেই তাপমাত্রার পারদ এমন ভাবে তরতরিয়ে চড়েছে যে দিনের বেলা বাড়ির বাইরে যাওয়ার আগে ত্বকের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আগেই কড়া রোদে পুড়েছে ত্বক, কমেছে ত্বকের জৌলুস। তবে চিন্তার কিছু নেই ত্বক আগের মতো করতে বাজার চলতি কড়া রাসায়নিকের বদলে বাড়িতেই রোদে পোড়া ত্বকের যত্ন নিন এইভাবে।
রোদের মধ্যে বাড়ির বাইরে বেরোতে হলে বাড়ি ফিরে প্রথমে জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন।
এবার পাতিলেবুর রস, চিনি ও গ্লিসারিন মিশিয়ে ভাল করে ট্যানড ত্বকে ডলে নিন। তবে জোরে জোরে ডলবেন না।
এছাড়া ট্যান লাইটেনিং লোশন ও প্যাক মুখে লাগাতে পারেন। মেডিকেটেড কিংবা বাড়িতে প্রাকৃতিক উপকরণে তৈরি প্যাকও লাগাতে পারেন।
রোদে পোড়া ত্বকের পরিচর্যা করতে কাজে লাগাতে পারেন আমন্ড ফেস প্যাক
আমন্ডে প্রচুর পরিমানে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর উপাদান থাকে। এর ফলে আমন্ড ত্বককে হাইড্রেটেড ও ময়শ্চারাইজড রাখে। কীভাবে বানাবেন এই প্যাক দেখে নিন।
রাতে ২-৩টে আমন্ড বাদাম জলে ভিজিয়ে রাখুন।
সকালে খোসা ছাড়িয়ে আমন্ড বাদামগুলো ভাল করে বেটে নিন।
এবার একটি পাত্রে এই আমন্ড বাদাম পেস্ট নিয়ে তাতে ১ টেবিল চামচ মধু, ১টা পাতিলেবুর রস, ১/৪ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ পুদিনা পাতার রস ভাল করে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণ মুখে, গলায় ও ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন। মাস্ক তিরিশ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
সপ্তাহে অন্তত একবার এই প্যাক ব্যবহার করুন দেখবেন আপনার ত্বক আগের থেকে বেশি উজ্জ্বল ও জৌলুসপুর্ণ হয়ে উঠবে।
কাঁচা হলুদ, দুধ ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান
কাঁচা হলুদ, দুধ ও পাতিলেবুর রস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ মুখে ও ট্যান পড়া অংশে লাগিয়ে নিন। এই অংশ কিছুক্ষণ রেখে মুখ ও গলা ধুয়ে ফেলুন। এই প্যাকটা সপ্তাহে অন্তত দু থেকে তিনবার লাগিয়ে নিন।
পুদিনা পাতার তৈরি প্যাক ব্যবহার করুন
টাটকা পুদিনা পাতা ভাল করে ধুয়ে বেঁটে মুখে লাগিয়ে নিন। এই মিশ্রণ মুখে ও অন্যান্য রোদে পোড়া অংশে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। টানা দু সপ্তাহ এই প্যাক মুখে লাগান।
সানট্যান ঠিক করতে পাতিলেবুর রস ও অ্যালোভেরা জরস মিশিয়ে রোদে পোড়া অংশে লাগিয়ে নিন। এছাড়াও রোদে পোড়া ত্বকে আলু থেঁতো করে সেই পস মুখে লাগিয়ে নিতে পারেন। এটা তৈলাক্ত ত্বকের জন্য ভীষণ উপকারী।
(ছবি সৌ :Unsplash)