চুলের যত্ন নিতে কোনও কসুরই রাখেন না। অথচ কিছুতেই চুলের অবস্থা ভাল হচ্ছে না। আধুনিক জীবনযাপন, গরম ও দূষণের কারণে চুল সহজেই ফ্রিজি, শুষ্ক ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তবে চুলের যত রকম সমস্যাই হোক না কেন চুলের স্বাস্থ্য ভাল রাখতে হেয়ার মাস্ক ভীষণ কার্যকরী। তবে বাজার থেকে দামি হেয়ার মাস্ক না কিনে বরং নারকেল তেলের সঙ্গে অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতেই হেয়ার মাস্ক বানিয়ে ফেলুন।
হেয়ার মাস্ক লাগানো কেন জরুরী
হেয়ার মাস্ক লাগালে চুলের জেল্লা বাড়ে ও চুল নরম থাকে।
হেয়ার মাস্কের নিয়মিত ব্যবহারে ক্ষতিগ্রস্ত চুল ভাল হয়ে যায়।
হেয়ার মাস্কের ব্যবহারে স্ক্যাল্পের চুলকুনির মতো সমস্যাও মিটে যায়।
নারকেল তেল ও মধু দিয়ে বানিয়ে ফেলুন এই হেয়ার মাস্ক
নারকেল তেল ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয়। পাশাপাশি চুল নরম হয় ও চুলের জৌলুস বাড়ে। আর মধু চুলকে ময়শ্চারাইজ করে। তাই এই দুটি উপকরণে তৈরি মাস্ক ফ্রিজি ও রুক্ষ চুল ভাল করে তোলে।
উপকরণ
মধু- ১ চামচ
নারকেল তেল- ১ চামচ
কীভাবে তৈরি করবেন
হেয়ার মাস্ক তৈরি করতে প্রথমে একটি বাটিতে এক চামচ মধু ও এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন।
এবার এই পেস্ট গ্যাসে গরম করে নিন।
কীভাবে ব্যবহার করবেন
এই মাস্ক ভাল করে চুলে লাগিয়ে নিন। এই মাস্ক মাথায় লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এই হেয়ার মাস্ক চুলে লাগিয় রেখে দিন। মিনিট পনেরো এই মাস্ক মাথায় রেখে জল দিয়ে চুল ধুয়ে নিন।
এবার নারকেল তেল, স্ট্রবেরি ও মধু দিয়ে বানিয়ে ফেলুন এই হেয়ার মাস্ক
ফ্রিজি, রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল নিমেষে ভাল করে তুলতে এই হেয়ার মাস্ক দারুন ভাল কাজ করে। কীভাবে বানাবেন এই হেয়ার মাস্ক জেনে নিন-
উপকরণ
টাটকা স্ট্রবেরি- ৬টা থকে ৮টা
নারকেল তেল- ১ চামচ
মধু- ১ চামচ
কীভাবে বানাবেন এই হেয়ার মাস্ক
হেয়ার মাস্ক তৈরির আগে প্রথমে স্ট্রবেরি ভাল করে ধুয়ে নিন। এবার স্ট্রবেরি ও বাকি দুটো উপকরণ মিক্সিতে দিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন। আপনার হোমমেড হেয়ার মাস্ক তৈরি।
কীভাবে ব্যবহার করবেন এই হেয়ার মাস্ক
এই হেয়ার মাস্ক লাগানোর আগে চুল ভাল করে ভিজিয়ে এই হেয়ার মাস্ক লাগিয়ে নিন।
এবার মাথায় ও চুলে এই হেয়ার মাস্ক চুলের গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত হেয়ার মাস্ক লাগিয়ে ফেলুন।
এবার দশ থেকে পনেরো মিনিট এই হেয়ার মাস্ক মাথায় ও চুলে ভাল করে এই মাস্ক লাগিয়ে নিন।
এরপর পনেরো মিনিট এই মাস্ক মাথায় রেখে চুল ভাল করে ধুয়ে নিন।