আমাদের জীবনে রঙের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। আমাদের চারপাশে যে নানান রঙ রয়েছে তার প্রভাব দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনেও। প্রতিটি রঙের সঙ্গেই যেন কোনও আবেগ জড়িয়ে রয়েছে। বাড়ির দেওয়ালে কোনও রঙের ছোঁয়া যেন জীবনে একমুঠো মুক্ত বাতাস এনে দেয় আবার কিছু কিছু রঙ এমন যার ব্যবহারে জীবনে নেমে আসে একরাশ মন খারাপ। তাই বাড়ির ভিতরে ইতিবাচক পরিবেশ বা এনার্জি বজায় রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ দেওয়ালের রঙ। এই অতিমারির পরিস্থিতিতে ঘরের চার দেওয়ালের ভিতরেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন অধিকাংশ মানুষ। সেক্ষেত্রে বাড়ির অন্দরসজ্জায় হাল্কা বদল এনে পজিটিভ ভাইবস-এর সঞ্চার করতে পারেন খুব সহজেই। কাজে লাগবে এই পাঁচটি রঙের ছোঁওয়া।
লাইলাক
বাড়িতে শান্তির পরিবেশ সৃষ্টি করে হাল্কা বেগুনি এই রঙ। এই রঙের মন শান্ত করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। যে কোনও আসবাবপত্রের সঙ্গে সুন্দর ভাবে মিশে ঘরের ভিতরের পরিবেশ মনোরম ও সুন্দর করে তোলে লাইলাক। সকালে ঘুম চোখ মেলতেই দেখবেন মন খুশিতে ভরিয়ে তুলবে লাইলাক রঙে রঙিন দেওয়াল।
ব্লাশ পিঙ্ক
এই গোলাপি রঙের একট মিষ্টি ব্যাপার আছে। সকালর ঘুমের ঘোর কাটিয়ে মন একেবারে চনমনে করে তুলবে এই ব্লাশ পিঙ্ক।
অ্যাকুয়া
একদিকে মোহময়ী অন্যদিকে শান্ত ও স্নিগ্ধ, এক নিমেষেই ঘরের লুক বদলে দিতে পারে এই অ্যাকুয়া কালার। হাল্কা এই রঙের ছোঁয়ায় দেখবেন আরও খোলামেলা হয়ে উঠবে আপনার বাড়ির পরিবেশ। মন ভাল এবং পরিবারে সুখ শান্তি বজায় রাখতে খুবই কার্যকরী এই রঙ।
আরও পড়ুন: পর্দার রকমফেরে বাড়ি করে তুলুন সুন্দর
ইয়েলো মেলো
ক্যাটক্যাটে হলুদ নয়, একেবারে শান্ত ও স্নিগ্ধ এই ইয়েলো মেলোর ব্যাপারই আলাদা। এই রঙ আপনার ঘরের ভিতর আরও উজ্জ্বল করে তোলে। বাড়ির আসবাবপত্রের সঙ্গেও খুব সুন্দরভাবে মিশে যায়। ঘরগুলিকে এক মুহূর্তে আলো ঝলমলে ও খুশিতে ভরিয়ে তুলতে এই ইয়েলো মেলোর জবাব নেই।
পিস্ত্যাচিও গ্রিন
প্রকৃতি প্রেমীদের জন্য একেবারে পার্ফেক্ট এই পিস্ত্যাচিও গ্রিন। চোখের আরাম ও মনের শান্তি দিয়ে দেখবেন কেমন আমূল বদলে যাবে বাড়ির পরিবেশ। একমুঠো মুক্ত বাতাসে ভরিয়ে দেবে পিস্তা গ্রিনে রাঙানো আপনার ঘরের দেওয়ালগুলো। যেন সারাক্ষণ প্রকৃতির মাঝেই রয়েছেন আপনি।
আরও পড়ুন: ঘরের অন্দরসজ্জায় আনুন সবুজের ছোঁয়া