প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা সব কেমন হবে, কী বলছে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল।তুলা রাশির জাতক- জাতিকাদের জন্য কেমন হবে ২০২২ দেখে নিন-
তুলা রাশির জাতকদের জন্য বছরটা উন্নয়নশীল হবে। গ্রহ নক্ষত্রে অবস্থান আপনার কাজে সাহায্য করবে। এই রাশির জাতকরা যে কোনও বিষয়ে ক্ষেত্রেই পরীক্ষা-নিরিক্ষা করতে ভালবাসেন। তাদের এই স্বভাবই আর পাঁচজনের থেকে তাদের আলাদা করে। সংস্থা বা ব্যক্তি বিশেষের উন্নতির ক্ষেত্রে এই পরীক্ষা নিরিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে সামাজিক জীবনে লোক লৌকিকতা নিয়ে আপনার মধ্যে একটা উদ্বেগ কাজ করে চলেছে এ বছর সেই অভ্যেসের থেকে মুক্তি পাবেন। জনসমক্ষে অহেতুক লজ্জা বা অপ্রস্তুত হয়ে পড়ার প্রবণতার হাত থেকে রেহাই পাবেন। নিজেকে মেলে ধরতে পারবেন। অহেতুক উদ্বেগ কমাতে মেডিটেশন করতে পারেন। নিয়মিত ধ্যান করলে ভাল ফল পাবেন। মন শান্ত হবে বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করতে সুবিধে হবে।
কোনও চমত্কারের আশায় থাকবেন না। চমত্কার হওয়া তো দুরস্ত বরং কাজে একঘেয়েমি পেয়ে বসবে। এই একঘেয়েমি কাটাতে কাজ করার ধরনে কিছু পরিবর্তন আনতে পারেন। পরিবর্তন নিত্য দিনের অভ্যেস হয়ে উঠলে তফাতটা আপনিও বুঝতে পারবেন।
তুলা রাশির ছাত্র-ছাত্রীদের জন্য ২০২২ খুবই শুভ। পরীক্ষায় সাফল্য আসবে। বিশেষ করে যাঁরা কম্পিটেটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাঁরা আশানুরূপ ফল পাবেন।
স্বাস্থ্যের দিক দিয়ে এবছর অত্যন্ত ভাল। এমনিতেই নিয়ন্ত্রিত জীবনযাপন করেন তার ওপর গ্রহ নক্ষত্রের অবস্থানও ভাল তাই শরীর নিয়ে এ বছর তেমন কোনও ঝক্কি ঝামেলা পোয়াতে হবে না। তবে বছরের মাঝামাঝি সময়টা শীতল পানীয় ও মদ্যপানে আশক্তি থাকলে তা নিয়ে সাময়িক সমস্যা দেখা দিতে পারে তাই নিয়ন্ত্রণ রাখুন।
খর্চার হাত থাকলে সচেতন হতে হবে। এবছর আর্থিক অনটনের মধ্যে পড়তে পারেন। অর্থ উপার্জনের দিকে থেকে সময়টা অনুকূল নয়।টাকা পয়সা সংক্রান্ত বিষয় চিন্তার কারন হতে পারে। তাই টাকা পয়সা খরচের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। প্রয়োজনে ফিন্যানসিয়াল প্ল্যানারের সাহায্য নিতে পারেন কিংবা টাকাপয়সার দিক দিয়ে সচেতন, এমন ব্যক্তির উপদেশ কাজে লাগাতে পারেন। আগস্টের পরে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
বছরের প্রথম দিকে প্রেমে বিফল হতে পারেন কিংবা মন ভাঙতে পারে। সরাসরি সম্পর্কে না থাকলেও মনের দিক থেকে কারও প্রতি দুর্বল থাকলে তার সঙ্গে কথা কাটাকাটি বা মতবিরোধে তিক্ততা বাড়বে। এর ফলে আপনি মানসিক ভাবে নিজেকে বিপর্যস্ত মনে করবেন। তবে ভেঙে পরবেন না আপনাকে বুঝতে হবে মনের মানুষ সহজে মেলে না। ধৈর্য্য ধরলে বছরের দ্বিতীয়ার্ধে সময়টা ভাল। বিবাহ যোগ রয়েছে। মনের মতো সঙ্গি খুঁজে পাবেন।