কয়েকদিনের স্বস্তি দিয়েই তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখি সঙ্গে প্যাচ প্যাচে গরম। নিত্যদিনের ব্যস্ততার ঘেরাটোপ থেকে বেড়িয়ে এই তো সময় গরমের কটা দিন কাটিয়ে আসুন পছন্দের হিল স্টেশনে। তবে পাহাড়ে গেলে ট্র্যাভেল ব্যাগে সঙ্গে রাখতে ভুলবেন না এই সব জিনিস।
লেদার জ্যাকেট
এই গরমে লেদার জ্যাকেটের নাম শুনে চোখ কপালে তুলবেন না, যেখানে যাচ্ছেন সেখানে যদি তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকে তাহলে লেদার জ্যাকেট ‘মাস্ট’। এটা আপনার শরীর যেমন গরম রাখবে তেমন দেখতেও বেশ লাগবে।
সোয়েটার
ব্যাগে একটা দুটো সোয়েটার রাখাও জরুরী। পাহাড়ে আচমকা তাপমাত্রা ঝপ করে এতটাই নীচে নেমে যেতে পারে যে তখন সঙ্গে গরম জামাকাপড় না রাখলেই বিপদ।
বডি ওয়ার্মার
হিল স্টেশনে ভ্রমণে যাওয়ার সময় সোয়েটারে ব্যগ বোঝাই করতে না চাইবে বডি ওয়ার্মার সঙ্গে রাখতে পারেন। এটা সোয়েটারের তুলনায় বেশ হালকা হয়। আবার ঠাণ্ডা হাওয়া আটকাতে বেশ কাজেরও।
মাফলার
বাঙালির পাহাড়ে যাওয়া মানেই সঙ্গে হনুমান টুপি থাকবেই, এই চিন্তাভাবনা কে বুড়ো আঙুল দেখিয়ে সঙ্গে রাখতে পারেন স্টাইলিশ মাফলার বা ওলেন স্কার্ভ। এগুলো যেমন আপনাকে স্টাইলিশ লুক দেবে তেমনই আবার কনকনে ঠাণ্ডা থেকেও বাঁচাবে।
মোজা
পাহাড়ে যাবেন সঙ্গে মোজা নেবেন না তা হ নাকি? জানি বলা বাহুল্য তবে এক জোড়ার বদলে অবশ্যই সঙ্গে রাখুন অন্তত পাঁচ জোড়া। প্রচণ্ড ঠান্ডায় শরীর গরম রাখবে। পাশাপাশি সঙ্গে রাখতে হবে হাত মোজাও।
সানগ্লাস
পাহাড়ে প্রচণ্ড ঠাণ্ডা হয় ঠিকই তবে অনেক সময় রোদ একেবারে সোজা চোখে পড়ে। এই সব সময়ের সঙ্গে সানগ্লাস থাকলে স্বাভাবিক ভাবেই খুব সুবিধে হয়। আর পাশাপাশি বেড়াতে বেড়িয়ে ছবি তুলবেন না তা হয় নাকি তাই সানগ্লাস থাকলে অবশ্যই আপনাকে আরও স্টাইলিশ দেখায়।
ছাতা
এত কিছুর পরে আবার ছাতা! ছাতার কথা শুনেই এমনটাই প্রতিক্রিয়া দেবেন অনেকেই তবে পাহাড়ে আবহাওয়ার কোনও ঠিক থাকে না। হঠাৎ বৃষ্টিতে ভিজে জ্বরে ভুগে যাতে ছুটির আনন্দ যেন মাটি হয়ে না তাই সঙ্গে ছাতা রাখাও ভাল।
সানস্ক্রিন
সানস্ক্রিনের প্রয়োজনীয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিত্যদিনের কাজে বাড়ির বাইরে বেরোনো কিংবা কোথাও ঘুরতে গেলে সঙ্গে সানস্ক্রিন রাখাবেন অবশ্য তা হিল স্টেশনই হোক না কেন। সানস্ক্রিন, সুর্যের ক্ষতিকারক রশ্মির থেকে আপনার ত্বকে বাঁচিয়ে রাখবে। পাশাপাশি আজকাল নিত্যনতুন ধরণের ফর্মুলায় তৈরি সানস্ক্রিন ত্বকের আর্দ্রতাও ধরে রাখবে ফলে যে কোনও আবহাওয়াতেই ত্বক থাকবে ভাল।
এমারজেন্সি নাম্বার
পাহাড় বলে নয় যে কোনও জায়গায় বেড়াতে বেড়িয়ে প্রয়োজনীয় ও এমারজেন্সি সব নাম্বার হাতের কাছে রাখুন। শুধু ফোনেই সেভ করে রাখলে হবে না। ফোনে সেভ করে রাখার পাশাপাশি জরুরী ফোন নাম্বার গুলি ডায়েরিতে লিখে রাখুন। এই ডায়েরি অবশ্যই হ্যান্ডব্যগে রাখুন যেটা আপনি সবসময় সঙ্গে রাখবেন।
ফার্স্ট এড কিট
সময় পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন যারা তাদের আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে যারা কালে ভদ্রে বছরে এক দু’বার ঘুরতে যান তাদের জন্য একটা একটা ছোট্ট রিমাইন্ডার, সঙ্গে ফার্স্ট এইড বক্স অবশ্যই রাখুন। সর্দি-কাশি, পেট ব্যথার ওষুধ অবশ্যই সঙ্গে রাখুন। এর পাশাপাশি নিত্যদিনের কোনও ওষুধ থাকলে তা অবশ্যই সঙ্গে রাখুন।
ক্যামেরা এবং সেলফি স্টিক
বেড়াতে বেড়িয়ে ছবি তুলবেন না তা হয় নাকি তাই ক্যামেরা আর সেলফি স্টিক ভুললে চলবে না। যদিও আজকাল স্মার্টফোনের যুগে ছবি তোলার জন্য আলাদার করে ক্যামেরা লাগে না আপনার ফোনের ক্যামেরা যদি ভাল হয় তাহলে আর বাড়তি ক্যামেরা সঙ্গে নিয়ে যেতে হবে না ঠিকই। তবে ক্যামেরায় ছবি তোলার মজাই আলাদা বাড়িতে থাকলে সঙ্গে নিন। আর ব্যগের ওজন বাড়াতে না চাইলে স্মার্টফোনেই ভরসা রাখুন।
ছবি সৌ: Unsplash