হেয়ার স্টাইলিং সরঞ্জামের ব্যবহারে পুজোর কটা দিন আপনার মেঘ বরন চুল প্রশংসা কুড়িয়েছে সবার। কিন্তু হেয়ার স্টাইলিংয়ের জন্য ক্ষতিকারক রাসয়নিক ও অতিরিক্ত তাপের ব্যবহারে চুল এখন রুক্ষ ও জৌলুসহীন হয়ে পড়েছে। এদিকে চুলে আর্দ্রতা জোগান দেওয়ার প্রধান উপকরণ তেলের ব্যবহার আপনার একদম পছন্দ নয়। যা গরম তার ওপর যখন তফন বৃষ্টি! এর মধ্যে মাথায় তেল দিলে সব মিলিয়ে যা অবস্থা হবে তা ভেবেই আপনার গায়ে জ্বর আসে। তা এখন উপায়? চিন্তা নেই, মাথায় তেল না লাগিয়েও ঘরোয়া উপায়ে এই সব উপকরণের সাহায্যে খুব সহজেই ফিরিয়ে আনুন চুলের আর্দ্রতা ও হারানো জৌলুস।
মধু ব্যবহার করতে পারেন
চুলের আর্দ্রতা জোগানের ক্ষেত্রে মধুর দুটি উপকারিতা রয়েছে। এমোলিয়েন্ট ও হিউমেকটেন্ট হিসেবে মধুর ধারে কাছে কেও নেই। তাই চুলে পর্যাপ্ত আর্দ্রতা জোগান দিতে ব্যবহার করুন মধু।
শুধু পেট না চুল ভাল রাখতে দারুণ উপকারী টক দই
দইয়ে যে গুড ব্যাক্টেরিয়া আছে তা মাথার ত্বক ভাল রাখে। চুলের গোড়ায় আর্দ্রতা জোগায় এবং চুল মজবুত করে। চুল লম্বা ও ঘন করে দই। তাই তেলের বদলে অনায়াসে ব্যবহার করতে পারেন টক দই।
ডিম হল চুলের সুপারফুড
ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফোলেট, বায়োটিন সহ অন্যান্য পুষ্টি যা চুলের স্বাস্থ্য ভাল করতে পারে। তাই ডিমা খাওয়ার পাশাপাশি চুলের যত্নের জন্য ব্যবহার করতে পারেন। ডিমের আঁষ্টে গন্ধের জন্য যদি সরাসরি ডিম লাগাতে না চান তাহলে যে শ্যাম্পুতে উপকরণ হিসেবে ডিমে রয়েছে সেটা বাছুন। ডিমের ব্যবহারে চুল পড়া ও চুল ভঙ্গুর হয়ে যাওয়ার মত সমস্যা অনেকটাই কমে যায়।
অ্যাভোকাডো দিয়ে চুলের পরিচর্যা
শরীরের জন্য অ্যাভোকাডোর উপকারিতা নতুন করে বলার কিছুই নেই। এতে বায়োটিন ও ভিটামিন রয়েছে যা চুলের স্বাস্থ্য ভাল রাখে। অ্যাভোকাডোর শাসের পেস্ট বানিয়ে চুলে লাগাতে পারেন। দেখবেন চুল ভীষণ মসৃণ হয়ে গিয়েছে। এছাড়াও চুল পড়া, চুলের গোড়া হালকা হয়ে চুলে ছিঁড়ে যাওয়ার সমস্যার সমাধান করতে পারে অ্যাভোকাডো।
চুলের রূপে ফেরাতে পারে পাকা কলা
এই কটা দিন চুলের ওপর যারপরনাই অত্যাচার হয়েছে। তাই চুল ঘণ ও শক্ত করতে কলার মাস্ক ব্যবহার করুন। কলায় সিলিকা আছে এবং রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়েল কার্যকারিতা। এই দুটির কারণে পাকা কলা মাথায় লাগালে খুশকির সমস্যা হয় না। এবং মাথার ত্বকের শুষ্ক ভাব কমে যায়।
প্রত্যেক ব্যক্তির চুলের ধরন আলাদা আলাদা তাই অনেকেই চুলে তেল দিলে যেমন ভাল ফল পান তেমনি অনেকে চুলে তেল দিলে মাথায় খুশকি, ফুসকুড়ির মত সমস্যায় পড়েন। সে ক্ষেত্রে আপনার সুবিধে মত এই ঘরোয়া উপকরণ দিয়ে চুলের পরিচর্যা করে নিন। ভাল ফল পাবেন। চুলের সমস্যাও অনেকটাই কমবে।