দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক কাটতে না কাটতে, ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের নিয়ে ইতিমধ্যেই চিন্তাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি খারাপ হলে হয়ত মাটি হতে পারে পুজোর প্ল্যান। বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, খাওয়াদাওয়া হোক কিংবা পছন্দের মানুষকে খুঁজে পাওয়ার ইচ্ছে, করোনার আতঙ্ক বাড়লে গত বছরের মতো এ বছরও হয়ত মনেই আটকে থাকবে ইচ্ছেগুলো। তবে এই নিয়ে এখন থেকেই ভেবে মন খারাপ না-করে বরং পছন্দের মানুষের সঙ্গে অনলাইন ডেটিং সেরে ফেলতে পারেন আগেভাগেই। আজকাল একগুচ্ছ অনলাইন ডেটিং অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলিতে ছবি ও একটা চমৎকার বায়ো দিলেই সহজেই প্রোফাইল তৈরি করা যায়। তবে শুধু প্রোফাইল ক্রিয়েট করলেই তো হবে না, অনলাইন ডেটিংয়ের এই ডু-স অ্যান্ড ডোন্ট-স গুলো মেনে চলা ভাল।
বাড়তি আগ্রহ দেখাবেন না
অনলাইন ডেটিং অ্যাপে অনেকেই অকারণে বাড়াবাড়ি করে ফেলেন। অপরদিকের মানুষকে খুশি করতে অযথা বেশি উদ্যোগী হবেন না। আপনার ব্যক্তিত্ব যেমন, তেমন থাকাই ভাল। ব্যক্তিত্বের বিপরীত আচরণ করে আপনি অপরদিকের ব্যক্তিকে তো বটেই, নিজেকেও বিব্রত করবেন। আপনার তাঁকে পছন্দ হলেই তো হবে না, তাঁর পছন্দ- অপছন্দের কথাও ভাবতে হবে।
মার্জিত ব্যবহার কাম্য
অনলাইন ডেটিংয়ে কথাবার্তা বলার সময় চেষ্টা করবেন বন্ধুত্বপূর্ণ আচরণ করার। অতিরিক্ত প্রশ্ন, কৌতূহল অন্যান্য সোশাল মাধ্যমে অপর ব্যাক্তির পিছু নিতে যাবেন না। এক-দুদিনের কথাবার্তায় আপনার এই ধরনের আচরণ সে বিরক্ত হতে পারে বা ঘাবড়ে যেতে পারে।
প্রোফাইলে বায়ো গুছিয়ে লিখবেন
মনে রাখবেন আপনার বায়ো যেমন হবে, তেমন ফ্রেন্ড সাজেশন আপনি পাবেন। তাই আপনার পছন্দ অপছন্দ, ভালা লাগাগুলোকে গুছিয়ে বায়োতে লিখবেন। এতে পছন্দের মানুষ খুঁজে পেতে সুবিধে হবে। তবে অত্যন্ত ব্যক্তিগত বিষয়গুলো প্রথম কয়েকদিনের আলাপে না জানানোই ভাল।
নিজের কাছে পরিষ্কার
আপনি ঠিক কোন কারণে এই ডেটিং অ্যাপের সদস্য হয়েছেন, নিজেকে প্রশ্ন করুন। এখানে বিভিন্ন রকমের মানুষ পাবেন। কয়েক জন সত্যিকারের ভালবাসার খোঁজেই এই অ্যাপে এসেছেন। অনেকে আবার দীর্ঘমেয়াদি সম্পর্কে আটকে পড়তে চান না। আপনি যেমন সম্পর্ক চাইছেন তেমন বন্ধু বাছুন। কেউ-কেউ আবার অসাধু মতলবেও এই অ্যাপগুলিতে হানা দেয়। এদের সংখ্যাই বেশি, তাই সতর্ক থাকুন।