সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ এখন মোটা ভুরু পেতে মরিয়া সকলেই। বিউটি এক্সপার্টদের মতে আই মেকআপে ‘ডেপ্থ অ্যাড’ করে ঘন মোটা ভুরু। চোখের চাহনি নাকি করে তোলে আরও মায়াবী। তাই এই হেন রূপ পেতে কে না চায়। তবে চাইলেই ভুরু রাতারাতি ঘন হয়ে উঠবে তা তো না বরং উল্টে চুল পড়ার মত ভুরু ঘনত্ব পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। আপনিও যদি সেই দলের হন। তা হলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন কীভাবে সহজ ঘরোয়া উপায়ে ঘন করবেন ভুরু।
ভুরুর ঘনত্ব পাতলা হয়ে যাওয়ার একাধিক কারন হতে পারে। তাই যেভাবে মাথার চুলের যত্নে নেন সেভাবে ভুরুর যত্ন নিলেও ভুরু ভাল থাকবে। পাতলা হয়ে যাওয়া ভুরু ফের মোটা ও ঘন করে তুলতে দারুণ কার্যকরী গ্লিসারিন। এটা এমন একটা জিনিস যা কম বেশি প্রত্যেক বাড়িতেই পাওয়া যায়। সহজলভ্য ও কম দামের হওয়ায় নিত্যদিনের রূপচর্চায় গ্লিসারিন সহজেই রাখা যায়। রাতে ঘুমোনোর আগে ভুরুতে গ্লিসারিন লাগিয়ে শুয়ে পড়ুন। এটা নিয়মিত ভাবে করলে দেখবেন ফল পাবেন।
ভুরুতে গ্লিসারিন লাগিয়ে যাতে খুব দ্রুত ও ভাল ফল পাওয়া যায় তার জন্য এই নিয়মগুলো মেনে চলুন–
আইব্রোতে গ্লিসারিন লাগানোর জন্য গ্লিসারিনের সঙ্গে কয়েকটি প্রাকৃতিক উপকরণ মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিন।
গ্লিসারিন– ১/২ চা চামচ
অ্যালোভেরা জেল– ১/২ চা চামচ
ভিটামিন ই অয়েল– ২ ফোঁটা
একটি পাত্রে এই তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণ নিয়ে ভুরুতে আলতো হাতে মালিশ করুন। এই মিশ্রণ ভুরুতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। প্রত্যেক রাতে টানা এই মিশ্রণ লাগাতে থাকলে দেখবেন খুব তাড়াতাড়ি ফল পাবেন। একদিকে যেমন ভুরুতে নতুন চুল গজিয়ে উঠবে তেমনি দেখবেন ভুরুর চুল পড়াও কমে গেছে।
গ্লিসারিন লাগানোর উপকারিতা
নিয়মিত গ্লিসারিন লাগানোর ফলে ভুরুর চুল পর্যাপ্ত পুষ্টি পাবে ফলে চুলের গ্রোথ হবে এবং মজবুত হবে।
নিয়মিত গ্লিসারিন লাগানোর ফলে ভুরু চুলের চাকচিক্য বেড়ে যাবে।
এমনকি যাদের ভুরুর রঙ হালকা তারা গ্লিসারিনের সঙ্গে কাজল ভাল করে মিশিয়ে ভুরুতে লাগিয়ে নিন। নিয়মিত এটা করলে ভুরুর রঙ কালো দেখাবে।
ভুরুতে খুশকির সমস্যা থাকলে গ্লিসারিন লাগালে সেই সমস্যাও মিটে যাবে।