বিয়ের বাড়ির সাজে নিমেষে চমক আনতে পারে স্টাইলিশ হেয়ার ডু। তবে অনেকের কাছেই বিউটি পার্লার বা সালোঁতে গিয়ে হেয়ার স্টাইলিংয়ের সময় থাকে না। আর গেলেই যে চটজলদি কাজ সারা হবে তারও উপায় নেই। কোভিডবিধি মেনে চলতে এখন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলেই নয়। তাই ওই পথে না হেঁটে বরং বাড়ির আরামেই নিজের ইচ্ছেমতো চুল সাজিয়ে নিন এই সরঞ্জামগুলির সাহায্যে। তাই কোন কোন সরঞ্জাম লাগবে দেখে নিন-
হেয়ার স্ট্রেটনার (Hair Straightener)
আপনি ঘণ ঘণ হেয়ার স্টাইলিং করুন বা না করুন, হেয়ার স্ট্রেনার এখন প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যায়। ভাল করে চুল স্ট্রেট করে নিলে অন্তত ২ থেকে ৩ ঘন্টা কোনও চিন্তা নেই। নামী ব্রান্ডের হেয়ার স্ট্রেটনার কিনলে বাড়তি সুবিধে হল হেয়ার স্ট্রেনারের প্লেটসগুলো সিল্কের থেকেও বেশী মসৃণ থাকে এবং তাপমাত্রা সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
হেয়ার স্ট্রেটনার ব্রাশ (Hair Straightener brush)
এই হেয়ার ব্রাশের দাঁত বা ব্রিশেলস কেরাটিন যু্ক্ত সেরামিকের তৈরি। তাই স্ট্রেটেনিংয়ের সময় খুব সহজেই এই ব্রাশ দিয়ে চুল আঁচড়ে নিতে পারবেন। এর ফলে চুল পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
ফোল্ডেবেল হেয়ার ড্রায়ার (Foldable hair dryer)
না, একেবারে ঝড়ের গতিতে চুল এলোমেলো করবে না এ রকম হেয়ার ড্রায়ার বাছুন। এই হেয়ার ড্রায়ারের থেকে হাওয়া মৃদু গতিতে বেড়োবে। তাই চাইলে পুজোর প্রত্যেকদিনই এই হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। চুলের ক্ষতি হবে না।
হেয়ার কার্লার (Hair curler)
ট্র্যাডিশনাল সাজ হোক কিংবা ওয়েস্টার্ন লুক, হেয়ার কার্ল ইজ অলওয়েজ ইন। তাই নামী ব্র্যান্ডের অত্যাধুনিক হেয়ার কার্লার দিয়ে সাজিয়ে তুলুন আপনার চুল। কাজ খুব সহজেই হয়ে যাবে, চুলে জটও হবে না আবার পার্লারেও পা রাখতে হবে না।
স্ট্রেটনার, কার্লার এবং ড্রায়ার কম্বো (Straightener, curler, dryer combo)
বেশ কয়েকটি ইকমার্স প্ল্যাটফর্মগুলোতে এই অফারটা এখনও পাওয়া যাচ্ছে। চাইলে সেখান থেকে বেছে নিতে পারেন আবার দোকান থেকেও কিনে নিতে পারেন। এক কথায় এই তিনটে জিনিস হাতের কাছে থাকলে সত্যি বলেত একেবারে কেল্লা ফতে! চুল স্ট্রেট করুন, কার্ল করুন, মনের মতো চুলকে সাজিয়ে তুলুন।
এয়ার কেয়ার স্টাইলার (Air Care Styler)
চুলের স্টাইল করতে ভালবাসলে এই প্রোডাক্ট নিশ্চয় এতদিনে আপনি কিনে ফেলেছেন। এই কম্বো প্যাকেজে কী আছে আর কী নেই!। এই ফাইভ ইন ওয়ান কিটটি চুল শুকানো, আছড়ানো সহ একাধিক স্টাইলিংয়ে দারুণ কাজে দেয়। বাড়িতে এ রকম একটা সেট থাকলে সময়েরও সাশ্রয় হয় পকেটেও টান পরে না।
হেয়ার স্ক্যাল্প মাসাজার (Hair Scalp Massager)
এই স্ক্যাল্প মাসাজারের নরম সিলিকনের তৈরি ব্রিসেলস মাথার ত্বকের জন্য খুব ভাল কাজ করে। এই হেয়ার স্ক্যাল্প মাসাজার, মাথায় তেলের গ্রন্থিগুলোতে এবং মাথার ত্বকে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। এর ফলে মাসাজের পর ক্লান্তি অনেকটাই দূর হয় এবং স্ট্রেসও কমে।
এই হেয়ার স্টাইলিং সরঞ্জামগুলির মধ্যে আপনি কোনটা বেছে নিলেন জানাতে ভুলবেন না।