ডিসেম্বর এসে গেল কিন্তু বর্ষাকালের শুরু থেকে সেই যে একের পর এক নিম্নচাপের কারণে আবহাওয়ার তারতম্য তা এখনও একই আছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় শরীরের তো বটেই ত্বকেরও সমস্যা বাড়ছে। কখনও মুখ প্রচন্ড তেল তেলে আবার কখনও আচমকা শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক। ত্বকের এই তেলতেল ভাব ও শুষ্কতার সমস্যা থেকে রেহাই পেতে ব্যবহার করুন বডি বাটার (body butter)। প্রয়োজনীয় আর্দ্রতার জোগান দিয়ে এই বডি বাটার (body butter)আপানার ত্বককে দাগছোপ মু্ক্ত করবে। বাজার থেকে কেনা রাসায়নিক যুক্ত বডি বাটার ব্যবহার করতে না চাইলে, বাড়িতেই খুব সহজে এই ভাবে বডি বাটার বানিয়ে নিন-
শিয়া বডি বাটার (shea body butter)
কীভাবে বানাবেন শিয়া বডি বাটার
যখন দেবেন ঠান্ডা হওয়ার সময় হালকা জমাট বাঁধছে শিয়া বাটার ও আমন্ড অয়েলের মিশ্রণে তখন এতে এসেনশিয়াল অয়েল মেশান। এবং ব্লেন্ডারে ভাল করে মিশিয়ে নিন।
দেখবেন মাখনের মত একটা মিশ্রণ তৈরি হবে। এটি একটি কৌটে ভরে রেখে দিন এবং প্রত্যেক দিন ব্যবহার করুন।
কোকো বডি বাটার (cocoa body butter)
কীভাবে বানাবেন কোকো বডি বাটার
স্নানের পর রোজ নিয়মিত ভাবে এই বডি বাটার ব্যবহার করুন দেখবেন ত্বকের হারনো জৌলুস ফিরে আসবে এবং ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকবে। একের পর এক বিয়ের মরসুমে মেকআপের ধকল, আবহাওয়ার তারতম্য, পরিবেশ দূষণ কিংবা অনিয়মিত জীবনযাপনের কারন ত্বকের আর্দ্রতা বা জৌলুস নষ্ট হয়ে যাওয়া। এই সব সমস্যায় ত্বকের খেয়াল রাখতে এই বডি বাটার ভীষণ কার্যকরী।
(ছবি সৌজন্য: Freepik)