গরমে মেকআপ করতে হলে প্রমাদ গুনতে শুরু করেন তৈলাক্ত ত্বকের অধিকারিণীরা। ফ্ললেস মেকআপ পেতে ও মেকআপ দীর্ঘস্থায়ী করতে রীতিমতো নাজেহাল হতে হয় তাদের। অনেকেই এই সমস্যার সমাধানে ব্র্যান্ডেড অয়েল ফ্রি সামগ্রী ব্যবহার করলেও শেষ রক্ষা আর হয় না। তবে মেকআপ ফ্ললেস রাখতে শুধু নামী দামী কম্পানির সামগ্রী ব্যবহার করলেই চলবে না। এর জন্য প্রাইমার থেকে ফাউন্ডেশন ঠিক পদ্ধতিতে মুখে লাগিয়ে নিতে হবে। বিশেষ করে প্রাইমার লাগানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন। এর কারণ প্রাইমার আপনার মুখের ওপর একটি স্তর তৈরি করে। ফ্ললেস মেকআপ পেতে প্রাইমার সঠিক একটি বেস তৈরি করে। তাই মেকআপ দীর্ঘস্থায়ী করতে ও ত্বক অয়েল ফ্রি রাখতে মুখে প্রাইমার লাগানোর সময় এই টিপস ও ট্রিকস কাজে লাগাতে পারেন।
চোখের পাতার ওপরের ত্বকে প্রাইমার লাগিয়ে নিন
প্রাইমার লাগানোর আগে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। এরপর চোখের পাতার ওপরে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন। চোখের পাতার ওপর প্রাইমার লাগানোর ফলে আই মেকআপ দীর্ঘস্থায়ী হবে এবং এর ফলে মুখ অয়েল ফ্রি থাকবে।
নাকে প্রাইমার লাগিয়ে নিন
চোখে প্রাইমার লাগানোর পর এবার ব্রাশের সাহায্যে নাকের ওপর প্রাইমার লাগিয়ে নিন কারণ সব থেকে বেশি তেল জমে নাকের ওপর। আর নাক থেকেই মেকআপ ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এর জন্য নাকের নীচের দু’দিকে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন কিন্তু নাকের সামনের দিকে প্রাইমার লাগাবেন না।
থুতনিতে প্রাইমার লাগিয়ে নিন
নাকে প্রাইমার লাগানোর পর এবার খুতনিতে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন। তুলির সাহায্যে থুতনিতে প্রাইমার লাগিয়ে নিন। চাইলে হাতের সাহায্যে প্রাইমার লাগিয়ে নিতে পারেন।
চোখের নীচে প্রাইমার লাগিয়ে নিন
চোখের নীচে ডার্ক সার্কেল থাকলে পুরো এরিয়ায় ভাল করে প্রাইমার লাগিয়ে নিন। প্রাইমার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে এটা শুকিয়ে যায়। চোখের নীচে মেকআপ সাধারণত দীর্ঘস্থায়ী হয় না তাই চোখের মেকআপ দীর্ঘস্থায়ী করতে ভাল ভাবে চোখের তলায় প্রাইমার লাগিয়ে নিন।
চিকবোন্স বা চোয়ালে প্রাইমার লাগিয়ে নিন
সব শেষে মুখের যে অংশে প্রাইমার লাগানো সব থেকে গুরুত্বপূর্ণ তা হল চোয়ালের হাড়। কারণ মুখের সব থেকে সুন্দর ও আকর্ষণীয় জায়গা হল এটি। এই কারণে অধিকাংশ মহিলাই মেকআপ করার সময় গালে বেশি ফোকাস করেন। মেকআপ লুক যাতে ফ্ললেস ও অয়েল ফ্রি রাখতে চান তা হলে এই চিক বোন লাইনে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন।
মুখের এই সব জায়গায় ভাল করে প্রাইমার লাগিয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন। এরকমটা করলে প্রাইমার আপনার ত্বকে ভাল ভাবে সেট হয়ে যাবে। ত্বক ভাল করে প্রাইমার শুষে নেবে।
(ছবি সৌ: Unsplash)