রান্নায় স্বাদ
বাড়াতে দারুচিনির জাদুর কথা কারও অজানা নয়। তবে রূপচর্চাতেও দারুচিনির উপকারিতার
কথা জানা আছে কি? আর শুধু ত্বকই নয় চুলের স্বাস্থ্য ভাল রাখতেও দারুচিনি দারুণ কার্যকরী। অনেকেই
ডিপ কন্ডিশনিং সহ একাধিক কারণে নিয়মিত হেয়ার মাস্ক ব্যবহার করেন। তবে বাজার থেকে
কেনা দামী প্রোডাক্ট মানেই তাতে রয়েছে কড়া রাসায়নিক ফলে শুরুতে চুলের স্বাস্থ্য কিছুটা
ভাল হলেও নিয়মিত ব্যবহারে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বরং বাড়িতেই প্রাকৃতিক উপকরণ
দিয়ে বানিয়ে নিতে পারেন হেয়ার মাস্ক। আর এ ক্ষেত্রে কাজে লাগাতে পারেন দারুচিনির
তৈরি এই সব হেয়ার প্যাক-
চুলের গ্রোথের জন্য দারুচিনি
দিয়ে এভাবে তৈরি করুন হেয়ার মাস্ক
উপকরণ
দারুচিনি গুঁড়ো- ২
চামচ
ক্যাস্টর অয়েল- ৫
থেকে ৬ ফোটা (তবে চুলের দৈর্ঘ্য অনুযায়ী কম বেশি করতে পারেন।)
রোজমেরি এসেনশিয়াল
অয়েল- ১০ ফোঁটা
হেয়ার মাস্ক বানিয়ে
নিন এভাবে-
একটি পাত্রে সবকটি
উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এবার স্ক্যাল্পে ভাল করে মাসাজ করতে করতে চুলে লাগিয়ে
নিন।
মাথায় অন্তত ৩০
মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে এই হেয়ার
মাস্ক অন্তত সপ্তাহে দু’বার ব্যবহার করুন।
ড্রাই স্ক্যাল্পের জন্য দারুচিনি দিয়ে এভাবে তৈরি করুন হেয়ার মাস্ক
উপকরণ
নারকেল তেল- ৩ থেকে ৪ চামচ
দারুচিনির গুঁড়ো- ২ চামচ
হেয়ার মাস্ক বানিয়ে নিন এভাবে-
দারুচিনির গুঁড়ো ভাল করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। এবার চুলের গোড়ায় গিয়ে ভাল করে এই তেলের মিশ্রণ মাথায় মালিশ করে নিন। পুরো মাথায় তেল লাগিয়ে নেওয়ার ৪৫মিনিট পর শ্যাম্পু করে নিন। ভাল ফল পেতে এই হেয়ার মাস্ক সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করুন।
পরিষ্কার স্ক্যাল্পের জন্য এভাবে তৈরি করুন দারুচিনির হেয়ার মাস্ক
উপকরণ
দারুচিনি পাউডার- ৩
চামচ
অলিভ অয়েল- ২ চামচ
মধু- ২ চামচ
এভাবে করুন ব্যবহার
রোদ, ধুলো, ঘাম ও
ময়লা সব মিশে যাওয়ায় স্ক্যাল্পের রোমকূপের মুখ অনেক সময় বন্ধ হয়ে যায়। এর ফলে স্ক্যাল্প
ও ত্বকের একাধিক সমস্যা সৃষ্টি হয়। তাই নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার রাখা অতন্ত প্রয়োজনীয়।
তাই এক্ষেত্রে দারুচিনির গুঁড়োর সঙ্গে অলিভ অয়েল ও মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি
করে নিয়ে তা চুলে লাগিয়ে নিন। কমপক্ষে ২০ মিনিট এই হেয়ার মাস্ক মাথায় লাগিয়ে রেখে শ্যাম্পু
করে নিন।ভাল ফল পেতে সপ্তাহে অন্তত ২ বার এই হেয়ার মাস্ক ব্যবহার করুন।