বেশ কিছুদিন ধরেই দেখছেন আপনার ত্বক বেশ শুষ্ক হয়ে পড়েছে। বাড়ি ফিরে মুখ ধুলেই হাল্কা জ্বালা করছে ত্বকে।ত্বকের একবারে বাইরের স্তরে ময়শ্চারের অভাব ঘটলে এ ধরনের সমস্যা দেখা দেয়। প্রথম দিকে উপসর্গ সামান্য হলেও যত্ন না-নিলে সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে। ত্বকের ক্ষতি হতে পারে। তাই শুষ্ক ত্বকের পরিচর্যা ও যত্ন নেওয়া প্রয়োজন। শুষ্ক ত্বকের সমস্ত সমস্যার সমাধান করতে এবং ত্বকের সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে এই স্কিন কেয়ার রিজিম মেনে চলা খুবই প্রয়োজন।।
মুখ পরিষ্কার করতে ক্লেনজার
যে কোনও বিউটি রিজিমের প্রধান কাজ মুখ ভাল করে পরিষ্কার রাখা। আপনার ত্বকের সঙ্গে মানানসই ফেস ওয়াশ বেছে নিন। মুখ ভাল করে ধোওয়ার পর নরম তোয়ালে দিয়ে আলতো হাতে জল মুছে নিন। মুখ মোছার সময় অহেতুক জোর দিয়ে মুখ ডলবেন না। এতে চামড়ার আরও ক্ষতি হবে।
হায়ালিউরোনিক অ্যাসিড
ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে খুবই কার্যকরী এই হায়ালিউরোনিক অ্যাসিড (Hyaluronic Acid)। এই অ্যাসিড শুধু ত্বকের বাইরেই নয়, বরং নীচের স্তরে গিয়ে ভিতরে থেকে শুষ্ক ত্বকে আর্দ্রতা বাড়িয়ে তোলে। তবে এই সামগ্রী ব্যবহারের আগে ভাল করে দেখেশুনে কিনবেন। আরও ভাল হয় যদি প্যাচ টেস্ট করে নিতে পারেন।
সিরাম
শুষ্ক ত্বক মানেই হাল্কা দাগ বা ছোপের সমস্যা। এর থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন ভিটামিন সি (Vitamin C) বা ভিটামিন ই (Vitamin E) সেরাম। খুবই অল্প মাত্রায় এই সেরাম ব্যবহার করুন। এর ব্যবহারে দেখবেন ত্বক নরম ও মসৃণ হয়ে উঠবে। অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ ভিটামিন ই-র ব্যবহারে বলিরেখা বা ফেটে যাওয়ার মতো ত্বকের সমস্যার সুরাহা হবে। সেরামের বদলে ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে থাকা তরলের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে রাতে শুতে যাওয়ার আগে মুখে মেখে নিন। এই ট্রিটমেন্টে উপকার পাবেন।
ময়শ্চারাইজার
শুষ্ক ত্বক মানেই আর্দ্রতার অভাব৷ সেটা সারিয়ে তুলতে ভাল ময়শ্চারাইজার প্রয়োজন। তাই প্রথমেই ভাল ময়শ্চারাইজার বেছে নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। মুখে ব্রণ বা অ্যাক্নের সমস্যা থাকলে ওয়াটার বেসড ময়শ্চারাইজার বাছুন। নিয়মিত মুখে ও গলায় ভাল করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
ফেসিয়াল অয়েল
বাড়ির বাইরে বেরোলে দূষণ ও রোদে পুড়ে ত্বকের আর্দ্রতা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য ফেসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। যেমন ভার্জিন কোকোনাট অয়েল বা আমন্ড অয়েল রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে লাগিয়ে রাখুন। উপকার পাবেন।