শীতের রুক্ষ শুষ্ক আবহাওয়ার প্রভাব পড়েছে চুলে সঙ্গে হেয়ার কালার, হেয়ার স্টাইলিং সরঞ্জামে চুলের হাল একেবারে বেহাল। এই অবস্থায় শুধু তেল মালিশ কিংবা নিত্য ব্যবহারের শ্যাম্পু ও কন্ডিশনার লাগালেই চুলের হারানো জেল্লা ফেরানো সম্ভব না। এই সময় প্রয়োজন হেয়ার স্পা। চিন্তা নেই এর জন্য সালোঁ ছুটতে হবে না বরং বাড়ি বসেই সহজ কিছু উপায়ে সেরে ফেলতে পারেন এইভাবে-
তেল মালিশ
তেল মালিশ দিয়ে শুরু করুন, এর ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে পুষ্টি পৌঁছাবে চুলে। চাইলে তেল অল্প গরম করে মাথায় হট অয়েল মাসাজও করতে পারেন। এক থেকে দু বড় চামচ হালকা গরম তেল হাতে নিয়ে মাথা ও চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত তেল ভাল করে মালিশ করে নিন।
চুলে স্টিম দিন
তেলের পুষ্টি যাতে চুল ও মাথার ত্বকে ভালভাবে পৌঁছায় তার জন্য চুলে স্টিম দেওয়া অত্যন্ত জরুরী। চুলে স্টিম দেওয়ার ফলে মাথার ত্বকের রোমকূপগুলির মুখ খুলে যাবে। এর ফলে তেলে থাকা প্রয়জনীয় সব পুষ্টি সহজেই পৌঁছে যাবে মাথার ত্বকে। এর জন্য হয় স্টিম মেশিনে ১০ থেকে ১৫ মিনিট স্টিম দিতে পারেন কিংবা গরম তোয়ালে চুলে মুড়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এর জন্য নরম ও বড় একটা তোয়ালে গরম জলে ভিজিয়ে মাথায় পেচিয়ে নিন। মাথায় ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত এই তোয়ালে পেচিয়ে রাখুন। তবে চুল যদি ভীষণ রুক্ষ হয় তাহলে অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত মাথায় এই গরম তোয়ালে জড়িয়ে রাখুন।
এবার সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন
সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন এতে চুল ও মাথার ত্বক গভীর ভাবে পরিষ্কার হবে। কিন্তু চুলের আর্দ্রতা নষ্ট হবে না। ব্যবহারের সময় এই শ্যাম্পু জল দিয়ে ভাল করে গুলে নিন। সালফেট ফ্রি শ্যাম্পু তাই অন্য শ্যাম্পুর মতো ফেনা হবে না কিন্তু আসল কাজটা ঠিকই হবে।
মাথায় হেয়ার মাস্ক ব্যবহার করুন
স্পা ট্রিটমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই হেয়ার মাস্ক। রুক্ষ চুল, মাথার ত্বক শুষ্ক হয়ে খুশকির সমস্যার সমাধান করে চুলে আর্দ্রতা জোগাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হেয়ার মাস্ক কেনার সময় ‘ইনটেনসিভ কন্ডিশনার’ কিংবা ‘ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট’ বেছে নিন। এই ধরনের ক্রিম বা মাস্কে এমন কিছু সক্রিয় উপকরণ থাকে যেগুলো চুলের ভিতর পর্যন্ত পৌঁছে দেয়।
এবার কন্ডিশনার লাগানোর পালা
মাস্ক লাগানোর পর এবার মাথায় কন্ডিশনার লাগিয়ে নিন। এবার কন্ডিশনারের প্রয়োজনমতো পরিমান হাতে নিয়ে ভাল করে চুলে লাগিয়ে নিন। কন্ডিশনার স্ক্যাল্পের বা চুলে লাগাবেন না। বরং নীচের দিকের চুলে কন্ডিশনার লাগান। মিনিট খানেক চুলে কন্ডিশনার লাগিয়ে রেখে মাথা ধুয়ে নিন।
সব শেষে লাগিয়ে নিন হেয়ার সিরাম
হেয়ার স্পায়ের ভাল ফল পেতে অবশ্যই মাথায় লাগাতে হবে হেয়ার সিরাম। এই সেরাম চুল মসৃণ করে, চুলের জট ছাড়িয়ে কোকড়ানো সিল্কি করে তুলবে। চুলের দৈর্ঘ্য অনুযায়ী হাতে সেরাম নিয়ে চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন। তবে প্রয়োজনের তুলনায় বেশি সেরাম ব্যবহার করবেন না এতে চুল বেশি তেলতেলে হয়ে যাবে।
(ছবি সৌ: Unsplash)