ত্বকের মতো চুলেরও একাধিক পরত আছে। দোল খেলার সময় রঙ মাথার চুলে লাগে তখন চুলের পরতে-পরতে এই রঙ জমে চুল অতিরিক্ত শুষ্ক করে দেয়। রঙে যে রাসায়নিক রয়েছে তা স্ক্যাল্প থেকে যে প্রাকৃতিক তেল বা সেবামের নিঃসরণ আটকে দেয়। এর ফলে চুল আর্দ্রতা হারায় এবং রুক্ষ ও শুষ্ক হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই দোলের আনন্দ যাতে চুলের সৌন্দর্যকে ম্লান না করতে পারে তার জন্য বাড়ির বাইরে বেরোনোর আগে এই কাজগুলো অবশ্যই করুন-
দোল খেলার আগে চুলে তেল লাগিয়ে নিন
তেল চুলে প্রয়োজনীয় পুষ্টির জোগান দেবে এবং চুল ও রঙযের মধ্যে একটি সুরক্ষার স্তর তৈরি করে দেবে। এর পাশাপাশি চুলে রঙ ও লেগে থাকবে না। তাই দোল খেলতে যাওয়ার আগে অয়েল সেরাম, আর্গান অয়েল ও অ্যাকাই অয়েল মাথায় লাগিয়ে নিন।
চুল বেঁধে নিন
মাথায় ও চুলে তেল লাগানোর পর চুল বেঁধে নিন এবং বিনুনি বা চুলে খোঁপা করে নিন।
আরও ভাল হয় যদি চুল ঢেকে নেন
ব্যান্ডানা বা স্কার্ফ ব্যবহার করে চুল ঢেকে নিন। এতে একটা ফ্যাশন স্টেটমেন্টও হবে আবার চুলেও রঙ লাগবে না। চুল ভাল থাকবে।
দোল খেলার শেষে বাড়ি ফিরে এই কাজগুলো অবশ্যই করুন
চুল আচড়াবেন না
দোল খেলে এসে ভুল করে চুল আছড়াবেন না। দোলের রঙ মাথায় লাগলে চুল ভীষণ শুষ্ক হয়ে যায়। এই অবস্থায় চুল আঁচড়ালে চুল খুবই ভঙ্গুর হয়ে গিয়ে ঝরে পরে ও চুল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
চুল ভাল করে ধুয়ে নিন
ভুলেও রঙ মাখা মাথায় ও চুলে গরম জল দিয়ে পরিষ্কার করতে যাবেন না। বরং ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে নিন। যাতে স্ক্যাল্প ও চুলে জমে থাকা রঙ ধুয়ে যায়। আর অন্যদিকে গরম জল দিয়ে চুল ধুলে মাথায় জমে থাকা রঙ কে সক্রিয় করে তুলবে গরম জল। এতে চুলের রঙ বদলে যেতে পারে। তাই ভুলেও মাথায় গরম জল দেবেন না।
আপনার চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করুন
রঙ পরিষ্কার করতে কোনও কড়া রাসায়নিক যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। অনেকেই মনে করেন যে রঙ ছাড়াতে কড়া রাসায়নিক যুক্ত শ্যাম্পু ভাল কাজ করে কিন্তু এটা ভ্রান্ত ধারণা। বরং, ঠিক এর উল্টোটা করতে হবে। চুল ধুতে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন বিশেষ করে যেটাতে প্যারাবেন বা সালফেট নেই এমন শ্যাম্পু ব্যবহার করুন। এই ধরণের শ্যাম্পু ন্যাচারাল অয়েল নিঃসরণে সাহায্য করবে এবং এটা চুলের প্রয়োজনীয় পুষ্টি ও আর্দ্রতা জোগাবে।
চুলে ভাল করে কন্ডিশনার লাগিয়ে নিন
রঙ ও ধুলোর অত্যাচারে নিষ্প্রাণ হয়ে যাওয়া চুলে প্রাণ ফেরাতে অবশ্যই কন্ডিশনার লাগান। শ্যাম্পুর পর অনন্ত পাঁচ মিনিট শ্যাম্পু মাথায় লাগিয়ে রাখুন। এতে চুল মসৃণ হয়ে যাবে ও চুলের হারানো জেল্লা ফিরে আসবে। চাইলে শ্যাম্পু করার পর ক্রিম বেস্ড লিভ ইন প্রোডাক্টসও ব্যবহার করতে পারেন। এর ফলে চুলে ফ্রিজি ভাব থাকবে না চুল মসৃণ হবে।
(ছবি সৌ:Unsplash)