কোভিড যেমন এনেছে নিউ নরমাল (new normal), ডিজিটাইজেশেন (digitisation) তেমনি এনেছে রিভেঞ্জ টুরিজম (revenge tourism)। কোভিড অতিমারিতে যেভাবে মুখ থুবড়ে পড়ছে টুরিজম ইন্ডাস্ট্রি(tourism industry) তা বলার অপেক্ষা রাখে না। প্রায় বছর দুয়েক কোভিড ১৯-র অত্যাচারে ভ্রমণপিপাসুদের অভিধান থেকে ভ্রমণ শব্দটাই যেন হারিয়ে যাওয়ার উপক্রম। তবে পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। অনেকেই ইতিমধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়ে গেছেন। তাই ট্যুরিজম ও নিজেদের ইকোনমিকে চাঙ্গা করতে বিশ্বের অনেক দেশই স্বাগত জানাচ্ছেন ভিনদেশি পর্যটকদের। সেই মতো ভ্যাকসিনের দুটো ডোজ পেয়েছেন যাঁরা, এমন ভারতীয় পর্যটকদের জন্য ভ্রমণে সব রকম সুবিধে দিচ্ছে এই দেশগুলি। প্রমাণ হিসেবে দেখাতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত ভ্যাকসিনেশন সার্টিফিকেট।
এখানে ঘুরতে গেলে নিভৃতবাসের থাকারও প্রয়োজনও নেই। তাই দীর্ঘ দু’বছর প্রায় গৃহবন্দি থেকে ভাবছেন পুজোতে লম্বা ছুটি নিয়ে বিদেশের মাটিতে সময় কাটাবেন। এ বার তা হলে আপনিও পাড়ি দিতে পারেন এই দেশগুলিতে-
তুরস্ক
টার্কিশ চায়ে চুমুক দিতে চান? দেখতে চান বিখ্যাত হাগিয়া সোফিয়া কিংবা ঘুরে দেখতে চান ইস্তানবুল? পুজোর ছুটিতে একা কিংবা সপরিবার কাটিয়ে আসতে পারেন দারুণ সুন্দর এই দেশে। ইউরোপীয় ও পূর্ব এশীয়, পৃথক দু’টি সংস্কৃতির সুন্দর মেলবন্ধন ঘটেছে যেখানে। তুরস্কে যেতে লাগবে ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার প্রমাণপত্র। এবং দ্বিতীয় ডোজ ও আপনার তুরস্কে আগমনের দিনের মধ্যে ১৪ দিনের ব্যবধান। ব্যস এটুকুই।
আবু ধাবি
দুবাই নিয়ে ভারতীয়দের ভাললাগার শেষ নেই, তাই আবু ধাবির কথা আমরা অনেকেই বেমালুম ভুলে যাই। কিন্তু বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই দেশও মন্দ নয়। বিশেষ করে পর্যটকদের জন্য রয়েছে একাধিক আকর্ষণ। তুরস্কের মতো এখানেও প্রয়োজন ডাবল ডোজ ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। এবং এখানেও পর্যটকদের নিভৃতবাসে থাকার প্রয়োজন নেই।
সুইজারল্যান্ড
আপনার যদি কোভিশিল্ডের দুটি ভ্যাকসিনই নেওয়া থাকে তা হলে চাইলে আপনি একেবারে সুইজারল্যান্ডে গিয়ে সুইস চকোলেটের সুখ নিতে পারেন। এর জন্য আরটি পিসিআর টেস্টেরও প্রয়োজন হবে না। পাশাপাশি এখানেও পর্যটকদের নিভৃতবাসের থাকার প্রয়োজন নেই।
আয়ারল্যান্ড
আপনার দুটো ভ্যাকসিন নেওয়া থাকলে আয়ারল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারেন। ভ্যাকসিনের দুটো ডোজের সার্টিফিকেট দেখাতে পারলে আপনাকে আটকায় কার সাধ্যি। প্রয়োজন পড়বে না নিভৃতবাস বা কোভিড টেস্টের। আইরিশ হুইসকিতে চুমুক দিতে দিতে মনে ভরে উপভোগ করতে পারেন আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য্যের।
অস্ট্রিয়া
দ্বিতীয় ডোজ নেওয়ার দিন থেকে ১৪ দিন পর আপনি চাইলেই পাড়ি দিতে পারেন অস্ট্রিয়ায়।দেখতে পারেন সেখানকার বিশ্বখ্যাত স্থাপত্য। ভ্যাকসিনের সার্টিফিকেট থাকলে প্রয়োজন পড়বে না নিভৃতবাসে যাওয়ার৷এমনটাই জানাচ্ছেন সেখানকার আধিকারিকরা।
কোভিড বিধি শিথিল হওয়ায় অনেকেই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়িয়েছেন। তবে সে যে অনেকটাই দুধের সাধ ঘোলে মেটানো তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই এই দীর্ঘ প্রতীক্ষার ইতি টানতে দেশে বিদেশ পাড়ি জমাচ্ছেন অনেক মানুষ। আর এই পরিস্থিতিতে যেভাবে দীর্ঘ সময় ধরে গৃহবন্দি থেকে মানুষ মুখিয়ে আছে বেড়াতে যাওয়ার জন্যে অনেকেই এই পর্বরটাকে ‘রিভেঞ্জ টুরিজম’ আখ্যা দিয়েছেন। চাইলে আপনিও একা কিংবা সপরিবার ঘুরে আসতে পারেন এই দেশগুলিতে।