রূপচর্চায় রান্নাঘরের একাধিক উপকরণ যে বেশ উপকারী তা অনেকেরই জানা। সেরকমই একটি উপকরণ মৌরি। ত্বকের একাধিক সমস্যার সমাধানে ভীষণ কাজের মৌরি। তবে ত্বকের পাশাপাশি চুলের পরিচর্যাতেও মৌরিকে কাজে লাগানো যেতে পারে তা জানা আছে কি? মৌরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ও ফিটোনিউট্রিয়েন্টস রয়েছে। এগুলি চুলের জন্য খুবই উপকারী। তাই চুল পড়া থেকে শুরু করে খুশকি, স্ক্যাল্পে সংক্রমণ ইত্যাদি একাধিক কাজে ভীষণ উপকারী মৌরি। এই উপকার পেতে কীভাবে ব্যবহার করবেন মৌরি দেখে নিন-
মৌরির জলের স্টিম
চুলে মৌরির জলের স্টিম দিলে চুলের গোড়া মজবুত হয়। ভাল হয় চুলের গ্রোথ। এর জন্য জলে মৌরি দিয়ে ভাল ভাবে ফুটিয়ে নিন। এরপর তোয়ালে দিয়ে ঢেকে চুলে স্টিম দিন।
মৌরি, টক দই ও পাতিলেবু
মৌরির এই হেয়ার প্যাকের জন্য প্রথমে মৌরির গুঁড়ো করে নিন। এরপর এই গুঁড়োর সঙ্গে টক দই ও পাতিলেবু মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন। এই হেয়ার প্যাক অন্তত ১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।
উপকারিতা
নিয়মিত এই হেয়ার প্যাকের ব্যবহারে চুলের স্বাস্থ্য ভাল থাকবে এবং চুলপড়া কমবে। চুল যদি ভঙ্গুর প্রবণ হয় সেই সমস্যাও কমবে।
মৌরি, গ্লিসারিন ও ভিনেগার
মাথায় চুলকুনি কিংবা খুসকির সমস্যায় খুবই কাজের মৌরির এই হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক বানানোর জন্যে একটি পাত্রে মৌরির গুঁড়ো, গ্লিসারিন ও অ্যাপেল সাইডার ভিনেগার প্রয়োজন। এর জন্য প্রথমে এক জল ফুটিয়ে নিন। এই জল ঠাণ্ডা হয়ে গেলে এতে গ্লিসারিন ও এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে নিন।
মৌরির তেল
চুলের যত্ন নিতে মৌরি ব্যবহারের সব থেকে সহজ উপায় হল মাথায় ও চুলে মৌরির তেল মাখা। তবে বাজার থেকে না কিনে এই তেল বাড়িতেই বানিয়ে নিতে পারেন আপনি।
এইভাবে বানিয়ে নিন মৌরির তেল-
উপকরণ
মৌরি- ৩ বড় চামচ
নারকেল তেল- ১ কাপ
প্রথমে মৌরি মিহি করে পিষে নিন। এবার মৌরির গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন।
এবার এই তেল হালরা আঁচে আসতে আসতে গরম করুন। কিছুক্ষণ এইভাবে তেল গরম করার পর গ্যাস থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।
ঠাণ্ডা হয়ে গেলে এই তেল বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। এবার প্রয়োজন মতো এই তেল মাথায় লাগিয়ে নিন।
উপকারিতা
মৌরির তেলে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম থাকে। এই সবকটি উপকরণ চুল ভাল রাখতে খুবই কার্যকরী। এই তেল চুলে লাগালে প্রয়োজনীয় পুষ্টি পাবে চুল। এছাড়াও মৌরিতে হাইড্রেশন পাওয়ার থাকে। এটা স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। ভাল থাকে চুলের স্বাস্থ্য।