Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Eyelash Extension: ওগো কাজলনয়না হরিণী…
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সুদেষ্ণা নাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৭:৩৫ পিএম
  • / ৫৭৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সুদেষ্ণা নাথ

এ বারের পুজোতে বাড়তি নজর কাড়বে চোখ, বাকিটা তো মাস্কে ঢাকা! তাই চোখের মেকআপ আকর্ষণীয় করে তুলতে নিশ্চই কোনও কসুর রাখতে চাইবেন না কেউই। আইলাইনার, মাস্কারা, কাজল, আইশ্যাডো, আর্টিফিশিয়াল অ্যাইল্যাশ দিয়ে পাঁচ দিনের সাজে পাঁচ রকমের চোখ আঁকতে চাইবেন প্রত্যেকেই। তবে যে চোখ দুটিকে নিয়ে এত কর্মকাণ্ড দেখবেন, যেন তার অবহেলা করবেন না। আমাদের শরীরের সব থেকে সংবেদনশীল এই চোখ। পুজোর জাঁকজমক তো পাঁচ দিনের, কিন্তু মেকআপ করতে গিয়ে চোখের যাতে কোনও ক্ষতি না হয় তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করাই ভাল।

চোখের সাজে এখন বাজার কাঁপাচ্ছে অ্যাইল্যাশ এক্সটেনশনের চল। মানে আর্টিফিশিয়াল অ্যাইল্যাশ লাগিয়ে নেওয়া। এই চোখে মাস্কারার ব্যবহার সহজ হয়ে যায়। চোখের পাতাও ঘন দেখায়। এক কথায় চোখ আরও সুন্দর দেখায়। আর অবাক করা ব্যাপার হল ইদানীং শুধু বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার নয়, বরং চোখ সুন্দর দেখাতে এই আইল্যাশ এক্সটেনশন যাতে দীর্ঘস্থায়ী হয় সেই চেষ্টায় অনেকেই।

তবে বিউটি এক্সপার্টদের মতে, এই এক্সটেনশনের সময় সতর্ক না থাকলে চোখের বড় বিপদ ঘটে যেতে পারে যে কোনও সময়। তাই আইল্যাশ এক্সটেনশন করুন কিন্তু এই বিষয়গুলো মেনে চলুন অক্ষরে অক্ষরে-

অ্যাইল্যাশ এক্সটেনশন ব্যবহারের আগে এই কাজ করুন

আপনার শারীরিক অবস্থা বুঝে অ্যাপয়েন্টমেন্ট নিন। জ্বর বা সর্দির সমস্য থাকলে আগে সেরে উঠুন। একই ভাবে প্রেগনেন্সির সময় কিংবা চোখের কোনও অ্যালার্জি বা ইনফেকশন থাকাকালীন এই  কাজ না করাই ভাল। চোখের পাতা এক্সটেনশনের এই কাজ করতে অন্তত দেড় থেকে দু’ঘন্টা সময় লাগে। আর এই পুরো সময়টা একভাবে শুয়ে থাকা কঠিন, বিশেষ করে কোনও শারীরিক সমস্যা থাকলে আরও বেশি কঠিন। পাশাপাশি এক্সটেনশনের সময় মেকআপ ভাল করে পরিষ্কার করতে হবে। তেল যুক্ত কোনও সামগ্রীর ব্যবহার এক্সটেনশনের আগে বা পরে করা যাবে না।

অ্যাইল্যাশ এক্সটেনশন চলাকালীন

সালোঁতে, এক্সটেনশনের জন্য ব্যবহৃত সমস্ত সরঞ্জামের স্যানিটাইজেশন অত্যন্ত আবশ্যক। এবং টেকনিশিয়ান কাজটি করার আগে আপনার চোখের পাতার ও আশপাশের অংশ এই এক্সটেনশনের জন্য তৈরি অ্যাইল্যাশ শ্যাম্পু দিয়ে যাতে ধুয়ে নেন সেদিকেও নজর দিতে হবে।

এক্সটেনশন চলাকালীন কোথাও কোনও সমস্যা কিংবা তাঁদের কাজের পদ্ধতি নিয়ে সংশয় সৃষ্টি হলে তাঁদের তখনই জানাবেন। চোখে জ্বালা বা চোখ চুলকালে টেকনিশিয়ানকে  অবশ্যই জানান। এই সময় কীভাবে আপনার চোখকে জ্বালামুক্ত রাখা যায় তা নিশ্চয় জানবেন তাঁরা।

অ্যাইল্যাশ এক্সটেনশনের পরে

এই ট্রিটমেন্টের পর অন্তত ৩ থেকে ৪ ঘন্টা মুখ ধোবেন না। এবং এর পর থেকে যখনই মুখ ধোবেন চেষ্টা করবেন আলাদা করে এই অ্যাইল্যাশ বা চোখের পলক ধোয়ার সময় মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। সাধারণ ভাবে এর পর মাস্কার ব্যবহারের প্রয়োজন পড়ে না, তবে নিতান্তই প্রয়োজন হলে আপনি ঘুমোতে যাওয়ার আগে ভাল করে তা তুলে নেবেন। অপরিষ্কার বা সঠিক যত্ন না নিলে সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে।

এ ছাড়াও এই বিষয়গুলির দিকে নজর দিতে হরে-

চোখের পাতা পরিষ্কার করত গেলে একটা দুটো ঝরে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এটা যদি ঘন ঘন হয় এবং চোখের পাতায় ফাঁক হয়ে যায় তা হলে বুঝতে হবে আপনি চোখের পাতায় অতিরিক্ত চাপ দিয়ে ফেলছেন।

আইল্যাশ এক্সটেনশনের পর একদিন একটু অস্বস্তি থাকে, কিন্তু এটা যদি একদিনের বেশি থাকে তা হলে টেকনিশিয়ানের সঙ্গে কথা বলুন।

আপনার অভ্যেসে দুটো বদল আনতে হবে, ভুলেও চোখ কচলাবেন না। এবং তেলযুক্ত কোনও মেকআপ সামগ্রী ব্যবহার করবেন না।

নিয়মিত এই অ্যাইল্যাশ বদলাতে হবে। মাসে অন্তত পুরোনো জোড়া বদলে নিতে হবে।

অ্যাইল্যাশ এক্সটেনশন করানোর সময় টেকনিশিয়ানের সঙ্গে বিষদে আলোচনা করুন। এবং যোগযোগ রাখুন যাতে এক্সটেনশনের আগে ও পরে আপনি বিশদে আলোচনা করতে পারেন। এবং চোখের কোনও সমস্যা হলে তার দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে। টেকনিশিয়ান বাছার ক্ষেত্রে মাথায় রাখুন তাঁর যেন এই কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা থাকে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

আজ শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, থাকবেন সৌরভও
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বনমন্ত্রীর গাড়িতে টোটোর ধাক্কা, ভাঙল গাড়ির ব্যাকলাইট, প্রাণ রক্ষা বীরবাহা হাঁসদার
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
কলকাতা সহ কয়েকটি জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
কলকাতায় ফের ভয়াবহ আগুন!
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
কেমন যাবে এপ্রিল মাসের এই সপ্তাহ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
জঘন্য ফুটবল, সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
২০২৬ বিশ্বকাপ খেলবেন? বড় ঘোষণা মেসির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সোমবার এসএসসি ভবনের সামনে ধরনায় বসবেন চাকরিহারারা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
অলৌকিক! মন্দির উদ্বোধনের আগেই দিঘায় ভেসে এল জগ্ননাথ মূর্তি
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্ত্রী, নিন্দা শেহবাজ শরিফের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
‘রাম-বাম’ তত্ত্বে বামেদের ব্রিগেড সমাবেশকে খোঁচা কুণাল ঘোষের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
নতুন করে অশান্তির খবর নেই, এখনও পর্যন্ত গ্রেফতার ২৮৯ : জঙ্গিপুর পুলিশ সুপার
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
খেলা হবের পাল্টা ‘নেমে খেলার ডাক’ সেলিমের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা, ব্রিগেডে কী বললেন সেলিম?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রিগেড থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ অনাদি সাহুর
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team