আপনার অতিথিরা যখন আপনার পোষ্যকে হাজার আহ্লাদ করে শুধুমাত্র কুকুর বা বিড়াল বলে সম্বোধন করে, তখন মনে মনে তেতে ওঠেন আপনি। এত ভালবেসে নামকরণ করেছেন এদের। আদরের নামে সবার সামনে ডাকেনও। তা সত্ত্বেও ওই কুকুর বা বিড়াল শুনতে হলে বিরক্ত লাগবেই। প্রিয় পোষ্য যে শুধুমাত্র চারপেয়ী নয় বরং আপনার বড় আদরের এবং পরিবারের একজন সদস্য তা বলেও বোঝাতে পারেন না। তা বাইরের লোকের উপর যতই রাগ করুন না কেন, আপনি কি আপনার আদরের পোষ্যের সঠিক যত্ন নিচ্ছেন। শুধুমাত্র আদর করলেই তো চলবে না। পরিবারের সদস্য যখন, তখন আপনার বাড়িতে তার সুখ ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। প্যান্ডেমিকের দৌলতে পোষ্যের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগকে কাজে লাগান এই ভাবে।
পোষ্যের জন্য বিশেষ রুম ফ্রেশনার
গাড়ি বা বাড়িতে কুকুর, বিড়াল বা পাখি থাকলে খুব স্বাভাবিক ভাবেই এক আলাদা গন্ধ বেরোয়। বিশেষ করে এই বর্ষার মরশুমে বাইরে থেকে ভিজে ঘরে আসলে দেখবেন গোটা ঘর গন্ধে ভরে ওঠেছে। বৃষ্টিতে ভিজেছে বলে কত আর শাসন করবেন। বরং এই অডার নিউট্র্যালাইজারের সাহায্যে ঘর গন্ধমুক্ত করতে পারেন। এই নিউট্র্যালাইজার পোষ্যের বিভিন্ন দুর্গন্ধের হাতে থেকে রেহাই দেবে। দামও আহামরি কিছু নয়।
ক্যাট হাউস কন্ডো
বাড়িতে কুকুর থাকলে অত নাস্তানাবুদ হতে হয় না, যা বিড়াল থাকলে হয়। দিনের শেষে বিড়াল ইজ দ্য বস। আরামপ্রিয় এই পোষ্যের জন্য বিশেষ ধরনের এই বিছানার ব্যবস্থা করুন। দেখবেন এই বিছানা কেমন মনে ধরেছে আপনার পোষ্যের। দামি কুশন ও ফার ফ্লিস ম্যাট দিয়ে তৈরি এই বিছানায় আপনার পোষ্যে খুবই আরাম পাবে। বিশেষ করে গ্রীষ্মকাল বা শীতকালে এগুলি খুবই আরামদায়ক।
পেডিগ্রি নিউট্রিশন
প্রিয় পোষ্যের পুষ্টির দিকেও নজর দিন। আপনার বা পরিবারের বাকি সদস্যের পাতের খাওয়া বা এঁটোকাঁটা দিলেই চলবে না । পোষ্যের যত্নে তাই প্রয়োজন সঠিক পুষ্টির। পোষ্যের খাবারে পেডিগ্রি ব্যবহার করুন। এটা আপনার পোষ্যের দাঁত ও হাড় মজবুত করবে। বিশেষ করে সদ্যোজাতের জন্য এই পেডিগ্রি খুবই কাজের।
আল্ট্রা বল
পোষ্যের সঙ্গে বল খেলতে ভীষণ ভালবাসে বাড়ির কচিকাঁচারা। এই খেলা ভীষণ উপভোগ করে সেও। এটা কিন্তু বন্ধ করলে চলবে না। এই বল নিয়ে খেলার ছলে আপনার পোষ্যের ফুর্তিও বাড়ে। বিশেষ ডিজাইনে তৈরি এই বলে ভাল বাউন্স করে এর ফলে দৌড়াদৌড়ি, ছোটাছুটি করে ভাল থাকে আপনার পোষ্যের স্বাস্থ্য।
পেট হেয়ার রিমুভার রোলার
এই বিশেষ ধরনের রোলার ভীষণ কার্যকরী। সারাদিন ধরে ঘরের চারদিকে ঘুরে বেড়ানোর ফলে সোফা, বিছানায়, কার্পেট, জামা কাপড়ে সব জায়গায় পোষ্যের লোমে ভর্তি। আপনার অসুবিধে না হলেও এই লোম খাবারের মাধ্যমে পেটে গেলে সমস্যা হতে পারে। এমনকি আপনার বাইরে বেরোনোর জামাকাপড়ে লোম লেগে থাকলে আপনি বিব্রত হতে পারেন। এই সব সমস্যার হাত থেকে মুক্তি দেবে এই পেট হেয়ার রিমুভার রোলার। অন্যান্য রোলারের মতো লোম পরিষ্কার করে কাগজ ছিড়ে ফেলতে হবে না।এবং এই রোলার ভিষণ টেকসই।
প্রত্যেকটি সামগ্রী তেমন কিছু দামিও নয়, তাই পকেটে টান পড়ার ভয়ও নেই।