নেল আর্ট আপনার ভীষণ প্রিয়? তবে রুক্ষ ও কনকনে উত্তুরে হাওয়ার থেকে হাত বাঁচাতে শীতকালের অধিকাংশই সময়ে হাত মোজায় ঢাকতে হয়েছিল হাত। তাই মনের মতো নেল আর্ট করার ইচ্ছেটাও কেমন যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু এখন শীতের বিদায় বেলায় নেল আর্টের ইচ্ছেটা পেয়ে বসেছে। ভাবছেন নতুন কিছু করে একেবারে তাক লাগিয়ে দেবেন। তবে নতুন নেল আর্ট দিয়ে সোশাল মিডিয়ায় বাজিমাত করতে চাইলে কিন্তু আগে জানতে হবে এ বছরের নেল আর্টের ট্রেন্ডিং স্টাইল। ২০২২-র বিউটি ওয়ার্ল্ড (beauty world)কাঁপাচ্ছে লাল(red), সবুজ(green), গ্লিটার(glitters), পার্ল এমবেলিশমেন্ট লুক(pearl embellishment), ৯০-র দশকের Y2K(90’s Y2K design) ডিজাইন ও আমন্ড শেপড (almond shaped) নেলসের (nails) মতো সব নেল আর্ট(nail art) । তবে আপনার কাজ সহজ করতে রইল ট্রেন্ডিং লিস্টের সব থেকে জনপ্রিয় কিছু নেল আর্ট।
পেরিউইনকেল কিংবা ল্যাভেন্ডার ব্লু সঙ্গে আবার বেগুনি ও লালের আন্ডারটোন, এ বছর এই রঙয়েরই বাজার। এ বছরের প্যান্টোন কালার হল এই রঙ।
তাই বিউটি ওয়ার্ল্ডের নানা জায়গায় এই রঙয়ের ব্যবহার দেখতে পাবেন। বলা বাহুল্য সোশাল মিডিয়া তে এবার এই রঙয়ের জাদু সর্বত্রই দেখতে পাবেন। তাই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকতে চাইলে আপনিও এই রঙে রাঙিয়ে নিন নখ। পছন্দমতো পেস্টাল বা বোল্ড শেড ব্যবহার করতে পারেন। এই ট্রেন্ড পুরোনো হওয়ার আগে সেরে ফেলুন নেল আর্ট।
শুধু বাইশে নয় একুশেও বাজার ভাল ছিল এই থ্রিডি নেল আর্টের। রকমারি জিনিস দিয়ে নখ সাজিয়ে নিলে বলা বাহুল্য দেখতে বেশ আকর্ষণীয় লাগে।
অন্যান্য নেল আর্টের তুলনায় যত্ন বেশি নিতে হয় ঠিকই তবে এই স্টাইল টাইমলেস বললেই চলে। এর ক্রেজ সব সময় একই। পছন্দমতো মুক্তো কিংবা পুতি, ফুলের নকশা, এমনকি নেল আর্টে পছন্দের কার্টুন বানিয়ে দারুণ চমক দিতে পারেন সবাইকে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে এই থ্রিডি নেল আর্টের পর করতে হবে নখের সঠিক পরিচর্যা এবং নিতে হবে সঠিক যত্ন।
আর কোথাও সোনালী ছটা থাকুক চায় না থাকুক অন্তত একবার গোল্ড ফয়েল নেল আর্ট না করলেই নয়।
আপনার ইচ্ছেমতো কোনও একটা কিংবা সব কটা নখকেই গোল্ড ফয়েল দিয়ে সাজিয়ে তুলতে পারেন। তবে অবশ্যই সঙ্গে গাঢ় ম্যাট ফিনিসের নেল পোলিশ থাকলে তো কথাই নেই! আর হ্যাঁ অবশ্যই লাগবে গোল্ডেল ফয়েল। চকোলেট বা খাবার ভাল রাখার গন্ডি পেড়িয়ে বিউটি ওয়ার্ল্ডেও যে এভাবে জনপ্রিয় হয়ে উঠবে গোল্ডেন ফয়েল তা হয়ত অনেকেই ভাবেননি। আগের দু’টো নেল আর্টের তুলনায় এই নেল আর্ট করা বেশ সহজ। তবে স্টাইল স্টেমেন্টে হিসেবে বেশ আকর্ষণীয় এই গোল্ড ফয়েল নেল আর্ট।
(ছবি সৌ:Pixabay/ Pinterest)