এতদিন হালকা কাজল আর ঠোঁটে লিপ গ্লস লাগিয়েই কাজ চালিয়েছেন। আপনি কাজল নয়না হরিণী না হলেও আপনার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। তবে এবার পুজোয় সোশাল মিডিয়ায় পুজোর গ্রুফিতে কোথায় যেন আর পাঁচ জনের তুলনা আপনাকে একটু মলিন দেখাচ্ছে। তাই মন খারাপ? চিন্তার কিছুই নেই উত্সবের মরসুমের তো সবে শুরু এখনও কালীপুজো, খ্রিসমাস, নিউ ইয়ার সেলফি এবং গ্রুফি তোলার সুযোগ আসবে প্রচুর। সেই সুযোগের সদব্যবহার করতে তৈরি করে নিন নিজেকে। লাইট মেকআপ, কোরিয়ান মেকআপ স্টাইল কিংবা হেভি মেকআপ, শিখে নিন মেকআপের সাত সতেরো। তবে প্রথম ধাপে গুছিয়ে নিন মেকআপের অত্যন্ত আবশ্যক এই সরঞ্জামগুলি। কী কী দেখে নিন-
সিটিএম (CTM)– ক্লেনজার মুখ পরিষ্কার রাখবে, টোনার ত্বকের পিএইচ ব্যলেন্স বজায় রাখবে। এবং ময়শ্চারাইজার ত্বক নরম রাখবে ও ত্বকের আর্দ্রতা বজায় রাখবে।
প্রাইমার (Primer)- ত্বকে ব্রন, ফুসকুড়ি এমনকি বড় রোমকূপ সহজে ঢাকতে প্রাইমারের জবাব নেই। পাশাপাশি ত্বককে মেকআপ সামগ্রীর কড়া রাসায়নিকের থেকেও বাঁচিয়ে রাখে। এবং ভাল মেকআপ লুক পেতে প্রাইমার অত্যন্ত আবশ্যক।
কনসিলার(Concealer)– মুখের দাগছোপ সহজেই ঢেকে ফেলে কনসিলার। তবে শুধুমাত্র মুখের যে অংশে দাগছোপ আছে সেখানেই ব্যবহার করুন।
ফাউনডেশন(Foundation)- সব সময় সানস্ক্রিন যুক্ত ফাউনডেশন ব্যবহার করবেন। ফাউনডেশন লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে মুখে ও গলায় ভাল করে ব্লেন্ড করে নেবেন।
কোহল(Kohl)– আইলাইনার লাগাতে গেলেই হাত কাঁপে? এই সমস্যা থাকলে খুব ভাল কাজে আসবে কোহল। আইলাইনার ও কাজল দুটোরই কাজ সারতে পারবেন।
হাশ(Hush)– ক্রিম বেস্ড হাস বেছে নিন। এটাকে চিক বোন হাইলাইটার এবং আইশ্যাডো হিসেবে ব্যবহার করতে পারেন। এগুলো ত্বকের রঙের সঙ্গে মানিয়ে কিনলে ভাল ফল পাবেন।
আইব্রো জেল(Eyebrow gel)- স্পুলি ব্রাশের সাহায্যে এই জেল ভুরুতে লাগিয়ে নিন। এতে আপনার ভুরু ঘন দেখাবে।
মাস্কারা(Mascara)- চোখ হাইলাইট করতে মাস্কারার জুড়ি নেই। মাস্কারার ব্রাশ দিয়ে চোখের পাতা কার্ল করে নিন এবং আরও আকর্ষণীয় করে তুলুন আপনার চোখ।