ভ্যালেন্টাইস ডে-র(Valentine’s day) ডেট নাইট(date night) ভালই কেটেছে। মায়াবিনী সেজে ঘুম কেড়েছেন মনের মানুষের। প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনিও। তবে প্রেম দিবসের ঘোর কাটিয়ে এবার বাস্তবে ফেরার প্রয়োজন। যে ভাবে ফাউনডেশন(foundation), কনসিলার(concealer) থেকে লিপস্টিক(lipstick), আইশ্যাডো(eyeshadow) ও ব্রোঞ্জার(bronzer), আরও কত কী…মনের মতো মেকআপ(makeup) পেতে বাদ পড়েনি কোনওটাই। তবে এবার পালা ত্বকের পরিচর্যার (skincare)। কোনও রকমে পরিষ্কার করলেই হবে না প্রয়োজন স্কিন ডিটক্সের(skin detox)। কীভাবে করবেন দেখে নিন-
মেকআপ ভাল করে পরিষ্কার করে নিন
এমন মেকআপ রিমুভার বাছুন যা আপানার ত্বকের সঙ্গে মানানসই হয়। তুলোয় এই রিমুভার নিয়ে আলতো হাতে মেকআপ তুলে নিতে হবে। এরপর মাইল্ড ফেস ওয়াশ কিংবা এক্সফোলিয়েটিং স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এর ফলে শুধু জল বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পরেও যদি মেকআপের কিছু অবশিষ্ট ত্বকের মৃত কোষের সঙ্গে মিশে থেকে যায় তা পরিষ্কার হয়ে যাবে।
টোনার লাগিয়ে নিন
ত্বক ভাল রাখতে সিটিএম (CTM)-র কোনও বিকল্প নেই। এই ক্লিনিং (cleaning), টোনিং(toning), ময়শ্চারাইজেশন(moisturisation) নিয়মিত করলে নিঃসন্দেহে ত্বক ভাল থাকবে। তাই হাত পরিষ্কার করে মুখে টোনার লাগিয়ে নিন। বিশেষ করে যদি আপনি ডিপ এক্সফোলিয়েশন না করে থাকেন তা হলে ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে টোনার। পাশাপাশি ত্বকের পিএইচ(pH)ব্যালেন্স বজায় রাখা, বড় রোম ছিদ্র আঁটোশাটো করা এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এই টোনার অত্যন্ত আবশ্যক।
ত্বক যাতে শুষ্ক না হয়ে পড়ে
ক্লেনজার কিংবা ফেসওয়াশের ব্যবহারে বলা বাহুল্য ত্বক শুষে হয়ে যায়। তাই অ্যালোভেরা(aloevera), ভিটামিন সি(vitamin c) যুক্ত ক্লেনজার(cleanser) ও অন্যান্য প্রসাধনী ব্যবহারের চেষ্টা করুন। এতে ত্বকের নিজস্ব আর্দ্রতা নষ্ট হবে না।
নখের যত্ম নিতে ভুলবেন না (nail care)
নেল আর্ট (nail art) বা নেল পলিশ(nail polish) পড়ার পর রিমুভার দিয়ে নখ পরিষ্কার করলেই যথেষ্ট নয়। বরং মনে করে নখে কিউটিক্যাল অয়েল(cuticle oil) লাগান। এতে নখ বার বার কেমিক্যালের ব্যবহারে যে হল্দেটে দাগ হয়ে যায় তা পরিষ্করা হবে, উজ্জ্বল হবে এবং নখের ভঙ্গুর ভাব থাকলে তা কমে যাবে।
মুখে ব্রোঞ্জার(bronzer) ব্যবহার করে থাকলে স্নানের জলে সি সল্ট(sea salt) মিশিয়ে স্নান করতে পারেন। এতে এক্সফোলিয়েশনর (exfoliation)কাজ হবে না ঠিকই তবে ত্বক নরম হবে এবং আরাম পাবেন।