কলকাতা: ব্ল্যাকহেডসের (Blackheads) হোয়াইট হেডসের সমস্যায় কম-বেশি অনেকেই ভুক্তভোগী। গরম হোক বা বর্ষা, এই দুই ঋতুতে ব্ল্যাকহেডসের সমস্যা বেশি দেখা যায়। নাকের দুপাশে, নাকের উপর এই কালো কালো দানার মতো স্পট দেখা যায়। এগুলোই ব্ল্যাকহেডস। আর এই ব্ল্যাকহেডস রিমুভ করার জন্য আমাদের পার্লারে ছুটতে হয়। ফেসিয়াল করার সময় বা ক্লিন আপ করার সময়েও ব্ল্যাকহেডস রিমুভ করে দেওয়া হয়। তবে, পার্লারে না গিয়ে বাড়িতে বসেই আপনি এই ব্ল্যাকহেডস রিমুভ করতে পারবেন। জেনে নিন কীভাবে-
দুধ ব্যবহার করুন- দুধে আছে এনজাইম, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান। তাই দুধ ব্ল্যাকহেডস দূর করতে খুবই কাজে দেয়। এছাড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে আপনার বলিরেখাও মলিন করে তোলে। এর জন্য প্রয়োজন দুই টেবিল চামচ দুধ। এর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস নিন। এবং তাতে সামান্য পরিমাণে দানা দানা সামুদ্রিক লবণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে নিন। সামান্য ঘষে নেবেন। তাই বলে জোরে জোরে চাপ দিয়ে ঘষবেন না। এরপর ধুয়ে ফেলুন। এতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হবেই।
ওটস ব্যবহার করুণ- ব্ল্যাকহেডস দূর করতে ওটস ব্যবহার করুন। এর সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন। একটি পাত্রে ওটস নিন পরিমাণ মতো। ওটসের গুঁড়ো নিন। কিংবা ওটস যেন সামান্য দানা দানা থাকে। তা ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে সামান্য জল এবং মধু মিশিয়ে নিন। ওটস আপনার ত্বককে এক্সফোলিয়েট করবে এবং মধু আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। ব্ল্যাকহেডসের উপর এই প্যাক লাগিয়ে নিন। সামান্য ঘষে নিলেই হবে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:Anil Sharma | Nana Patekar | সানি দেওলের পর এবার অনিল শর্মার ছবিতে নানা পাটেকর
ডিমের সাদা অংশ- ব্ল্যাকহেডসের সমস্যা দূর করতে আপনাকে সাহায্য করবে ডিমের সাদা অংশ। এই সাদা অংশে আছে অ্যালবুমিন। এটিই কিন্তু ব্ল্যাকহেডসে দূর করার জন্য খুব কাজে দেয়। একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। এর সঙ্গে মেশাতে হবে এক চা চামচ মধু। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আপনার মুখে যেখানে ব্ল্যাকহেডস আছে, সেখানে এটি ভালো করে লাগিয়ে নিন। তার কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিনেই পার্থক্য চোখে পড়বে।
পেট্রোলিয়াম জেলি- পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেই ব্ল্যাকহেডস দূর করতে পারেন। নাকের দুপাশে যেখানে ব্ল্যাকহেডস হয়ে আছে, তার উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এবার গরম জসে ভিজানো তোয়ালে ভালো করে নিংড়ে নিন। সেটি আপনার মুখের উপর দিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ মুখের উপর রাখুন। এতে আপনার মুখের রক্ত সঞ্চালন ভালো হবে। এবার তোয়ালে সরিয়ে ওয়াইপস এবং টিস্যু দিয়ে মুখের উপর থেকে পেট্রোলিয়াম জেলি মুছে নিন ভালো করে। মুখ পরিষ্কার করে নিন।