অতিমারির জ্বালায় প্যান্ডেল হপিং-এর বদলে বাড়িতেই বন্ধু-বান্ধবের সঙ্গে আসর জমানোর পরিকল্পনা ইতিমধ্যেই সেড়ে ফেলেছেন। এখন ভাবছেন পুজোর সাজে বাড়িকে সাজাবেন কীভাবে? প্রত্যেক বছর পর্দার কাপড় বদলেই বাজিমাত করেন। এবার প্যন্ডেমিকে কী আর করবেন তাই আগেভাগেই অল্প অল্প করে গুছিয়ে নিয়েছেন ঘরগুলো। সেই কবেই দেওয়ালের রঙের সঙ্গে মানানসই পর্দার কাপড় অনলাইনে কিনে ফেলেছেন। সবুর করতে না পেরে ভিডিও কল করে বন্ধুদের দেখানো হয়ে গেছে ঘরের এই মেকওভার। প্রশংসাও কুড়িয়েছেন প্রিয়জনেদের। তবে সে তো প্রায় তিনমাস আগের কথা। এদিকে পুজোর বাকি এখনও দু’মাস, এবার পুজোয় কী হবে ভাবছেন? চিন্তার কিছু নেই, এবার পর্দার সাজে বদল এনে চমকে দিন অতিথিদের। এই তিনটে জিনিস করলেই দেখবেন শুধু পর্দা না ঘরে হয়ে উঠবে আরও সুন্দর।
ব্যবহার করুন রোপ কার্টেন টাই-ব্যাক
এই রোপ কার্টেন টাই-ব্যাক ব্যবহার করলে দেখবেন এক মুহূর্তে আপনার পর্দার লুক একেবারে বদলে যাবে। পর্দার কাপড়ের সঙ্গে মানানসই রোপ টাই-ব্যাক অনলাইনে কিনতে পারেন কিংবা বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারেন খুব সহজে এবং কম খরচে। পর্দার কাপড়ের সঙ্গে কনট্রাস্ট করে কিংবা ফ্লোরাল পর্দার কাপড়ে বিডসের বা পুঁতির তৈরি টাই-ব্যাক রোপ দেখবেন দারুণ জমবে।
ডাবল কার্টেন ব্যবহার করতে পারেন
টাই-ব্যাক রোপের মত সহজ নয় ঠিকই তবে ডাবল কার্টেল বা দুটো পর্দার ব্যবহারে ঘরের শোভা কিন্তু দারুন ভাবে বাড়িয়ে তুলতে পারবেন। প্রয়োজন অনলাইনে কিছু সাইট ঘেঁটে ডাবল কার্টেনের সঠিক মিক্স অ্যান্ড ম্যাচ কীভাবে করা যায় তা অনায়াসে দেখে শিখে নিতে পারেন। ডাবল কার্টেনের সুবিধেও আছে, দামি হাল্কা রঙের পর্দায় একটানা রোদে পড়লে ফেড হওয়ার ভয় থাকবে না। আবার ডাবল কার্টেনে যদি আপনি হাফ পর্দা ব্যবহার করেন তাহলে, সূর্যের আলোর আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। প্রয়োজনে বেডরুম বা রিডিং রুমে এই ধরনের সেটিং কাজে দেবে।
পর্দার সঙ্গে মানানসই প্রপস বা অ্যাকসেসরিজ়
বিভিন্ন রকমের প্রপস যেমন নেটের পর্দা বা, রাইস লাইট বা বিভিন্ন কার্টেন হ্যাঙ্গিং ব্যবহার করে রীতিমতো ভোলবদল করে দিতে পারেন আপনার পর্দার। তবে এক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখা প্রয়োজন। অত্যাধিক প্রপের ব্যবহার করবেন না। না পর্দার ক্ষতি হবে এবং দেখতেও উগ্র লাগবে। যত ছিমছাম সাজ হবে বলা বাহুল্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে আপনার অন্দরসজ্জা।