সে ভালবেসে আপনি আপনার প্রেয়সি বা প্রেমিকের জন্যে যতই কাব্য করে ‘চাঁদ তারা’ এনে দেওয়ার কথা বলুন না কেন, সম্পর্ক টিকিয়ে রাখতে নিত্যদিনের ছোট ছোট বিষয়গুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের রসায়ন আরও গাঢ় হওয়া কিংবা সম্পর্কে চিড় ধরাতে জীবনের এই ছোট ছোট ঘটনা এবং সেই ঘটনা ঘিরে আপনার প্রতিক্রিয়া নির্ধারণ করে সম্পর্কের ভবিষ্যত। দিনের শেষে সমস্ত খারাপ লাগা ভাল লাগার কথা মন খুলে মনের মানুষকে যদি বলতে গেলে দুবার ভাবতে হয় তাহলে বুঝতে হবে ব্যক্তি বা সম্পর্ক কোথাও একটা সমস্যা রয়েছে। তবে এই নিয়ে কোনও ধারণায় পৌঁছনোর আগে আপনি নিজে আপনাদের সম্পর্ক নিয়ে কতটা যত্নবান তাও ভেবে দেখা দরকার। আদর্শ সম্পর্কে বলে কিছু হয় না। প্রত্যেক সম্পর্কেই ছোট খাটো ঝগড়া ঝামেলা হয়েই থাকে। তবে এইগুলো যেন বড় ফাটল না ধরাতে পারে তাই কিছু ডুস অ্যান্ড ডোন্টস মেনে চলা ভাল। তাই সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে এই তিনটে জিনিস মাথায় রাখুন-
এক তরফা নালিশ করা বন্ধ করুন
আপনার কাছের মানুষের কোনও ব্যবহার বা অভ্যেস নিয়ে নালিশ করার আগে এক বার ভেবে দেখুন ব্যপারটা আদেও যুক্তিসঙ্গত কিনা। মাঝে মধ্যে নালিশ করা যদিও ভাল এতে সম্পর্ক নতুন হলে একে অপরের ভাল লাগা খারাপ লাগা গুলো জানা যায়। কিন্তু এই নালিশ ঘণ ঘণ হলে সম্পর্ক ভীষণ ভাবে প্রভাবিত হয়। দুজনের মধ্যে তিক্ততা বাড়ে। আপনার ব্যক্তিত্ব নেতিবাচক বলেও মনে হতে পারে। এমন যে কিছুতেই যেন খুশি হন না।
আবদার করুন তবে তা যেন লাগামছাড়া না হয়
আমরা কাছের মানুষের কাছেই আবদার করি। কিন্তু তাই বলে তা যদি লাগামছাড়া হয় তা হলে বিপদ। ছোট খাটো গিফ্ট কিংবা চাওয়া যেতেই পারে। এতে সম্পর্কের অধিকার বোধ তৈরি হয়। তবে এই চাওয়াটা যদি এক তরফা কিংবা সাধ্যের বাইরে গিয়ে হয় তখন সমস্যা বাড়ে। এরকম করলে আপনার প্রিয় মানুষের আপনাকে সুবিধেবাদি এবং বস্তুবাদি বলে মনে হতে পারে। কিংবা আপনাকে খুশি করতে সাধ্যের বাইরে কাজে করতে গিয়ে তার সমস্যা হতে পারে। এর প্রভাব সম্পর্কে পড়তে বাধ্য।
সম্পর্কে নেগেটিভিটি আসতে দেবেন না
কথায় কথায় আপনার পার্টনারের ওপর মেজাজ হারাবেন না। তাঁর কোনও কাজ অপছন্দ হলে তাঁকে বুঝিয়ে বলুন। বরং বাড়িতে একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ রাখুন। তার কোনও কাজে আপনার সমস্যা হলে তা শান্ত হয়ে আলোচনা করুন। হতেই পারে আপনার অনেক অভ্যেস তাঁর পছন্দ না। তাই আলোচনার জায়গা রাখুন। আপনি যদি সারাক্ষণ নিজের ভাল রাখা মন্দ লাগা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দিনের শেষে আপনার কাছে কেওই ফিরতে চাইবে না।