বছরের এই সময়টা উত্সবের মরসুম শেষ হতে না হতেই শুরু হয়ে যায় বিয়ের মরসুম। তাই ওয়াড্রব নতুন করে সাজানো হোক কিংবা লেটেস্টে ট্রেন্ড অনুযায়ী গয়নাগাটি কেনার যেন শেষ নেই। আবার একটা সাজের সঙ্গে আরেকটা সাজ এক হয়ে গেলেও চলবে না প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে সেজে চমক দেওয়ার আনন্দই আলাদা। কিন্তু যে উত্সাহ নিয়ে আপনি মেকআপ করেন সেই একই রকম যত্ন নিয়ে মেকআপ পরিষ্কার করেন তো আপনি? শুধু মেকআপ করলেই হবে না সঠিক ভাবে মেকআপ মুখ থেকে তুলে ফেলাও ত্বক ভাল রাখতে একান্ত প্রয়োজনীয়।
তাই শুধু মেকআপের সরঞ্জাম কিনেলেই হবে না রাখতে হবে প্রয়োজনীয় মেক আপ রিমুভ্যাল ক্রিমও। বিউটি এক্সপার্টদের মতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মেকআপ পরিষ্কার নিয়ে তেমন মাথা কেও ঘামান না। আর এর ফলে ত্বকের সমস্যা বা চোখের সমস্য সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই মেকআপ করার সময়ে আপনি যতটা যত্নবান, মেকআপ তোলার ক্ষেত্রেও ততটা ধৈর্য্য রাখতে হবে।
বিউটি এক্সপার্টরা আরও বলছেন রিমুভার হিসেবে আপনি কোনও নামী দামী ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করুন কিংবা পুরনো পদ্ধতি গোলাপ জল বা তেল দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। কী ব্যবহার করছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত মেকআপ পরিষ্কার। ভুলেও মেকআপ সমেত ঘুমিয়ে পড়বেন না। মেকআপ সামগ্রীতে থাকা ক্ষতিকারক রাসায়নিক আপনার ত্বকের ক্ষতি করতে পারে। আর মেকআপ তোলার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন-
মেকআপ তুলতে গিয়ে ত্বকের ওপর জোর দেবেন না। জোরে জোরে মুখ ঘষবেন না এতে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। ততক্ষনাত্ কোনও সমস্য সৃষ্টি না গেলেও পরে ঠিকই বুঝতে পারবেন। মুখ পরিষ্কার করতে গিয়ে তাড়াহুড়ো করবেন। কাজটা ধীরেসুস্থে করুন এবং ভাল ভাবে করুন।
মেকআপ পরিষ্কার করতে প্রথমে ক্লেনজার ব্যবহার করুন। একটি অয়েল বেস্ড ক্লেন্জার ব্যবহার করুন ১০ থেকে ১৫ সেকেন্ড ক্লেনজার মুখে মালিশ করে নিন। এতে গোটা মুখ, ঠোঁট, কান গলা কিছুই বাদ দেবেন না।
ক্লেনজার দিয়ে মেকআপ তুলে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। প্রয়োজনে একট গরম তোয়াল কয়েক মিনিট মুখের ওপর রেখে নিতে পারেন। এই গরমের ফলে রোমকূপের মুখ বড় যাবে এবং এত জমে থাকা ময়লা বা মেকআপের অংশ পরিষ্কার হয়ে যাবে।
শুধুমাত্র মেকআপ ওয়াইপের ওপর ভরসা করবেন না। ইদানীং এই মেকআপ রিমুভার ওয়াইপে বাজার ছেয়ে গেছে। তাই ব্যবহার করার আগে সচেতন হোন। এই ওয়াইপে অধিকাংশ সময় মেকআপ ভালভাবে পরিষ্কার হয় না
মেকআপ পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। মেকআপ সামগ্রীর ক্ষতিকারক রাসায়নিকের প্রভাব থেকে ত্বক কে বাঁচাতে ময়শ্চারাইজারের তুলনা নেই। অনেক সময় রিমুভারের ব্যবহারের ফলে ত্বকের নিজস্ব তেল হারিয়ে ফেলে। তাই ময়শ্চারাইজারের পাশাপাশি চোখের জন্য হাইড্রেটিং আই ক্রিম ব্যবহার করুন। ঠোঁটে অবশ্যই লিপ বাম লাগান।
ছবি সৌজন্য: Pexels