কলকাতা: সাঁলোয় (Salon) গিয়ে আমরা বিভিন্ন নামের ও বিভিন্ন দামের ফেসিয়াল করাই। ফেসিয়ালে ত্বকের দাগছোপ গায়েব হয়ে যায় যেমন, ঠিক তেমনই ব্রণ বা ফুসকুড়ির সমস্যা থেকেও মেলে রেহাই। ফেসিয়ালের (Facial) সময়ে যদি স্টিম ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে ত্বকের লোমকূপের গোড়াগুলি খুলে যায় এবং সেখানে জমে থাকা ময়লা অনায়াসেই পরিষ্কার হয়ে যায়, ফলে ত্বক ভিতর তেকে পরিষ্কার হয়।
ফেসিয়ালের পর যা করবেন না
আরও পড়ুন: Offbeat Destination | Travel | এবার ঘুরে আসুন ‘অ্যাপলিকে’র গ্রাম থেকে