আপনার বাড়িতেও কি সারাদিন ফ্রিজ চলে? তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসে দিনে কতক্ষণ ফ্রিজ চালিয়ে রাখা প্রয়োজন। এই চিন্তায় অনেকেই দিনে বেশ কয়েকবার ফ্রিজ বন্ধ রাখেন,তাঁদের ধারণা এতে বিদ্যুতের বিল কম আসে। কিন্তু আদতেই কি এতে উপকার হয়?
আপনিও যদি আপনার ফ্রিজটি প্রতি সপ্তাহে বা প্রতিদিন কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখেন, আর ভাবেন এতে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। তাহলে আপনি ভুল ভাবছেন। এমনকী যদি রেফ্রিজারেটরটি সারা বছর চালানো হয় এবং এটি একদিনের জন্য বন্ধ না হয়, তবুও আপনি অনেক বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন না।
আরও পড়ুন: Health Tips | বর্ষায় যে কারণে এড়িয়ে যাবেন ফুচকা
এর কারণ রেফ্রিজারেটে অটোমেটিক কুলিং সিস্টেম থাকে। এতে ইনস্টল করা তাপমাত্রা সেন্সর নিজেই বুঝতে পারে যে, কখন কম কুলিং দরকার। আর কখন বেশি কুলিং। এমনকি যখন আর কুলিং-এর প্রয়োজন হয় না। তখন এটি তার কুলিং পাওয়ার বন্ধ করে দেয়। ফলে এতেই আপনার ইলেকট্রিক বিল সেভ হয়ে যায়। এর জন্য আর আলাদা করে বন্ধ করে রাখার প্রয়োজন নেই।
ফলে আপনি শুধু ফ্রিজটি পরিষ্কার করার সময়ই বন্ধ রাখতে পারেন। এবার যদি অনেক দিনের জন্য কোথাও ঘুরতে যান, তাহলেও বন্ধ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি এতদিন ধরে এটা ভেবে বন্ধ করছিলেন যে, ইলেকট্রিক বিল কম আসবে। তাহলে তা একেবারেই হওয়ার নয়। মনে রাখবেন ফ্রিজ কিংবা এসির ক্ষেত্রে কম্প্রেসর সবসময় চলতে থাকে, কখনো বন্ধ হয় না। এমনকি ঠান্ডা কতটা প্রয়োজন তা অটোমেটিক কম্প্রেসর বুঝে যায়।