মেকআপ, রান্না-বান্না থেকে ঘর গোছানো, আজকাল সব ক্ষেত্রেই ভার্চুায়াল ওয়ার্ল্ড দেখে অনুপ্রেরণা নেন অনেকেই। আজকাল অন্দরসজ্জায় চমক আনতে অনেকেই রকমারি কুশন বা বালিশ, নানা রঙয়ের বা আকারের গালিচা কিংবা একাধিক থ্রো ব্ল্যাঙ্কেট, টেবিল রানার, কর্নার টেবিল কিংবা রকমারি শো পিস দিয়ে ঘর ভর্তি করে ফেলেন অনেকেই। তবে অনেক সময় অন্দরসজ্জায় অন্য এক মাত্রা যোগ করতে অনেকেই বাড়ি ভরিয়ে ফেলেন এত রকমের জিনিস দিয়ে যে সুন্দর দেখার বদলে বাড়ি দেখতে আরও অগোছাল দেখতে লাগে। এমন কি মাঝে মধ্যে দম আটকা লাগে। আপনারও কি এই একই অবস্থা? যদি হ্যাঁ হয় তা হলে দেখে নিন হয়ত ঘর সাজানোর এই জিনিসগুলোই হয়ত আপনার ঘরের অন্দরসজ্জায় বাঁধ সাধছে!
এক গাদা কুশন বা বালিশ
ঘরের বিছানায় কিংবা সোফা জুড়ে ছরিয়ে ছিটিয়ে রাখা বালিশে মাথা রাখতে যতই আরাম লাগুক না কেন। আখেরে প্রয়োজনের থেকে বেশি বালিশ আপনার ঘর আরও অগোছাল দেখায়। আপনার বাড়ি বা ঘর যতই পরিষ্কার-পরিচ্ছন্ন লাগুক না কেন ঘর ভর্তি কুশন বা বালিশে ভর্তি ঘর আরও অপরিষ্কার লাগে।
ঘর সাজানোর জিনিসে ঠাসা বাড়ি
রকমারি শো পিস আপনার খুব পছন্দের। অনলাইনে কিংবা দোকানে গিয়ে আপনার চোখে একবার পড়লে আর রক্ষে নেই অন্তত একটা সঙ্গে বাড়ি নিয়ে আসবেন কিংবা অনলাইনে অর্ডার করবেন। এই ভাবে এক এক করে ভরে উঠেছে আপনার ঘর। আর তাই আপনি যখন আপানর কালেকশন দেখে আপনি যতই মু্গ্ধ হোন না কেন আপনার ঘর দেখতে বেশ অগোছালো লাগে। পাশাপাশি এত জিনিস পত্রে ঠাসা ঘর পরিষ্কার করার কাজও বেশি কঠিন ও সময়সাপেক্ষ।
এক ডজনের থ্রো ব্ল্যাঙ্কেট
শীতকালে থ্রো ব্ল্যাঙ্কেট দিয়ে ঘর সাজালে ঘর দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনই একটা উষ্ণ অনুভব এনে ঘরের পরিবেশ মনোরম ও আরামদায়ক করে দেয়। কিন্তু এটা জানেন কি? প্রয়োজনের তুলনায় বেশি থ্রো ব্ল্যাঙ্কেট রাখলে ঘর দেখতে বেশ অগোছাল ও অপরিষ্কার দেখায়। তাই যদি থ্রো ব্ল্যাঙ্কেট আপনার খুব পছ্ন্দের হয় তাহেল দু’টো থ্রো ব্ল্যাঙ্কেট দিয়ে সোফা বা বিছানা সাজিয়ে তুলতে পারেন। তবে ভুলেও প্রয়োজনের থেকে বেশি থ্রো ব্ল্যাঙ্কেট রাখবেন না।
(ছবি সৌ: Pinterest)