আকাশ মেঘে ঢাকা হোক কিংবা রোদ ঝলমলে, সানস্ক্রিন ছাড়া বাড়ির বাইরে বেড়নো মানে যেচে ত্বকের বিপদ ডেকে আনা। এর ফলে পিগমেনটেশন কিংবা ত্বকের অকাল বুড়িয়ে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে। ত্বক ভাল রাখতে সানস্ক্রিনের উপকারিতা তবে আজ আর কারও অজানা নেই। কিন্তু সানস্ক্রিন মেকআপের আগে না পরে লাগালে সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করবে না এটা অনেকেই জানেন না। এদিকে মেকআপের সামগ্রীতে যতই এসপিএফ থাকুক না কেন ত্বক ভাল রাখতে সানস্ক্রিন না লাগালেই নয়। তাই মেকআপ আগে না পরে তা জেনে নিন-
১. মেকআপ লাগানোর আগে সানস্ক্রিন মুখে ও গলায় ভাল করে লাগিয়ে নিন। যদি সানস্ক্রিন লাগালে আপানর ত্বক তৈলাক্ত হয়ে যায় তা হলে আপনার ত্বকের ধরণ অনুযায়ী সানস্ক্রিন বেছে নিন। তাই মেকআপের আগে হেয়ারলাইন, কপালে, নাকে গালে ও জলাইনে ভাল করে লাগিয়ে নিন। এই জায়গাগুলোর সান এক্সপোজার সব থেকে বেশি।
২. অনেকেই প্রথমে প্রাইমার লাগিয়ে তারপর সানস্ক্রিন লাগান। কিন্তু এই ভুল করবেন না। ত্বকের যত্ন নিতে যে সব ক্রিম ব্যবহার করা হয় সেই সব প্রাইমারের আগেই মুখে লাগানো দরকার।
৩. এসপিএফ বা সানস্ক্রিন প্রোটেকশন ফ্যাক্টর যুক্ত ফাউনডেশন বেছে নিন। যদি হেভি ফাউনডেশন ব্যবহার না করেন তা হলে এসপিএফ যুক্ত বিবি ক্রিম ব্যবহার করুন।
৪. এবর ধাপে ধাপে মেকআপ সেরে নিন। তবে আরও ভাল হয় যদি প্রত্যেকটি মেকআপ সামগ্রীতে এসপিএফ থাকে।
৫. আরও ভাল হয় যদি এসপিএফ যুক্ত সেটিং স্প্রে বেছে নেন।কারন সেটিং স্প্রে খুব সহজেই ত্বকের ভিতরের স্তরে পৌঁছে যাবে।এর ফলে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকবে এবং ধুলো বালিতে মেকআপও নষ্ট হবে না।