আমাদের শরীরের কার্যক্ষমতা বিভিন্ন রকমের ভিটামিন ও প্রাকৃতিক খনিজ উপাদানের ওপর নির্ভরশীল।তাই নিত্যদিনের খাদ্যতালিকায় এই প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানের একটির ঘাটতি হলেই প্রভাবিত হয় শরীর এবং শরীরের নানা ক্রিয়া প্রতিক্রিয়া।এর ছাপ পড়ে আমাদের ত্বকে এবং প্রভাবিত হয় চুলের স্বাস্থ্য।ত্বক ও চুলের স্বাস্থ্য ভাল রাখতে প্রয়োজন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান যেমন ভিটামিন সি(Vitamin C), ভিটামিন ই(Vitamin E) সহ অন্যান্য পুষ্টিকর উপাদান। ভিটামিন ডি এদের মধ্যে অন্যতম। যদিও আমরা এতদিন ত্বকের পরিচর্যায় ভিটামিন সি(Vitamin C) ও ভিটামিন ই-র(Vitamin E) কথাই বেশি শুনেছি। ভিটামিন ডি-র(Vitamin D) অভাবে হাড় ক্ষতিগ্রস্ত হয় এই তথ্য এখন সর্বজনবিদিত কিন্তু এর অভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ত্বক ও চুল তা আমরা অনেকেই জানি না। সূর্যের রশ্মীতে থাকে ভিটামিন ডি এদিকে শীতকাল মানেই, সূর্যের আলোর অভাব আবার গরম জামা পড়ার কারনে ভিটামিন ডি-র ঘাটতি। এউ ভিটামিন ডি(Vitamin D) চুল ও ত্বকের জন্য কেন এত উপকারী জেনে নিন-
ভিটামিন ডি-র(Vitamin D) অভাবে দেখা যায় ত্বকের এই সমস্যাগুলি
ভিটামিন ডি-র(Vitamin D) অভাবে দেখা যায় চুলের এই সমস্যাগুলি
ছবি সৌজন্য: Unsplash