যেভাবে ওমিক্রমনের রূপে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাস(coronavirus) তাতে ক্রমবর্ধমান সংক্রমন নিয়ন্ত্রণে রাখতে এখন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম(work from home) করছেন। বাড়ির বাইরে বেরোতে হচ্ছে না ঠিকই তবে তাই বলে তো আর অফিস মিটিং বা প্রেজেন্টেশন আঁটকে থাকছে না। এক আধটাতে ক্যামেরা সুইচ অফ রাখলেও সব ক্ষেত্রে তা সম্ভব না। তাই মেকআপ ব্যবহার না করলেও স্ক্রিনে প্রেজেনটেবিল লাগাটা পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে প্রত্যেকেরই প্রয়োজন। ত্বকের ক্ষেত্রে ময়শ্চারাইজার ও একটা লিপ বামের ব্যবহারই যথেষ্ট। কিন্তু চুলের যত্ন? শীতকালে ঘনঘন শ্যাম্পু করাও সম্ভব না আর করলেও ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনারের ব্যবহারে এই শুষ্ক আবহাওয়ায় চুলের যে বারোটা বাজবে তা বলার অপেক্ষা রাখে না। তাই চুলে শ্যাম্পু(shampoo), স্ট্রেটনার(hair straightener) কিংবা ড্রায়ার(hair dryer) ব্যবহারের পাশাপাশি প্রয়োজন সঠিক যত্নের। শুধু কন্ডিশনার(conditioner) লাগিয়ে কাজ সারলেই হবে না।
তাই এই শীতে শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নিতে মাথায় লাগান হুইট জার্ম অয়েল(wheat germ oil)। গমের শাঁস(wheat kernel) থেকে তৈরি করা হয় এই তেল। চুলে প্রয়োজনীয় আর্দ্রতা(moisture) জোগানের পাশাপাশি ব্লিচ ও হেয়ার কালারের(bleached and coloured hair ) কড়া রাসায়নিকের(harmful chemicals) ব্যবহারে ক্ষতিগ্রস্ত চুলে নতুন করে প্রাণের সঞ্চার করে এই হুইট জার্ম অয়েল(wheat germ oil)।