একদিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় ও শীতের রুক্ষ হাওয়ায় ত্বকের লাবণ্য ধরে রাখা দুর্বিসহ হয়ে যাচ্ছে অন্যদিকে আবার ত্বকের সব রকম চাহিদা পূরণ করতে প্রসাধনী কিনতে গিয়ে তাক লেগে যাচ্ছে। বাজারে এত রকম সামগ্রী যে কোনটা কিনলে ত্বক প্রকৃত যত্ন পাবে তা ঠাউর করতে পারছেন না । এদিকে একটু ধৈর্য্য ধরেই খুজলেই দেখবেন নতুন সব প্রসাধনীর ভিড়ে ঢাকা পড়ে গেছে এমন বেশ কয়েকটি কাজের সামগ্রীও রয়েছে। এই যেমন ধরুন মিসেলার ওয়াটার। আপনি যদি নিয়মিত মেকআপ করতে ভালবাসেন তা হলে এই জাদুকরি দ্রব্যের কথা আপনি নিশ্চয় জানেন। ত্বকের পরিচর্যায় যত রকমের সামগ্রী বাজারে আসুক না কেন এই মিসেলার ওয়াটারকে টেক্কা দিয়া কিন্তু সহজ নয়।
এই মিশেলার ওয়াটার ঠিক কি?
পিউরিফাইড জল ও মিশেলস দিয়ে বানানো এই দ্রব্যটি পরিষ্কার করে মেকআপ মুছতে ভীষণ কার্যকরী। পাশাপাশি এটা ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। তেল আর জলের এই মিশেল ব্যবহার করলে বুঝতে পারবেন কীভাব ত্বকের যত্ন নেয়। তবে এই মিশেলার ওয়াটার ব্যবহারে যদি মনে কোনও সন্দেহ থাকে তাহলে জেনে নিন কীভাব ত্বকের যত্ন নেয় এই মিশেলার ওয়াটার-
ত্বক পরিষ্কার করে
মেকআপ ও ধুলো মিশে ত্বকের রোমকূপে যে ময়লা জমে তা অনেক সময় মেকআপ ওয়াইপসেও পরিষ্কার হয়না। এ সব ক্ষেত্রে দারুণ কাজের এই মিশেলার ওয়াটার। তবে পরিষ্কার করতে গিয়ে ত্বকের আর্দ্রতা বা প্রাকৃতিক তেল রয়েছে তা নষ্ট হয় না। বরং বাড়ির বাইরে ক্লান্ত, জৌলুসহীন ত্বকে মুহূর্তে প্রাণের সঞ্চার করতে পারে এই মিশেলার ওয়াটার।
টোনার হিসেবে মিশেলার ওয়াটারের জবাব নেই
মুখ ক্লেনজার দিয়ে পরিষ্কার করে এই মিশেলার ওয়াটার লাগালে দারুণ ভাল কাজ হয়। এটা ত্বকের রোমকূপের মুখে জমে থাকা ময়লা পরিষ্কার করে তবে ত্বকের আর্দ্রতা নষ্ট করে না।
মেকআপ ব্রাশ পরিষ্কার করতে
কোনও মেকআপ ব্রাশ ব্যবহারের পরে অপরিষ্কার অবস্থায় রেখে দেওয়া একদমই ঠিক না। প্রথমবার ব্যবহারের পর দ্বিতীয়বার এই মেকআপ লাগা ব্রাশের ব্যবহার কিংবা একধিক মুখে একই ব্রাশের ব্যবহার দু’ক্ষেত্রেই সমস্যা ডেকে আনতে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ত্বক। তাই ব্যবহারের পর প্রত্যেকবার ব্রাশ পরিষ্কার করে নিন। মেকআপের প্রত্যেকটি ব্রাশ মিশেলার জলে ডুবিয়ে সব ধুলো ময়লা পরিষ্কার করে নিন।
(ছবি সৌজন্য :Tomboy KC)