আই মেকআপের (eye makeup) সময় শুধুমাত্র চোখ ও চোখের পাতাকে গুরুত্ব দেওয়াই যথেষ্ট নয় বরং মেকআপ ফুটিয়ে চুলতে চোখের ভুরুও সমান গুরুত্বপূর্ণ। চোখের ভুরু ঠিক আকারে থাকলে কিংবা সুন্দর করে আঁকা হলে তবেই সুন্দর দেখাবে আপনার মুখ।
নিখুঁত করে ভ্রু আঁকতে বাজারে অনেক ধরণের সামগ্রী পাওয়া যায়, তবে এখনও চোখের ভুরু আঁকতে আইব্রো পেন্সিল ব্যবহার করেন অধিকাংশ মহিলা। আর এই আইব্রো পেনসিল ব্যবহারে পেনসিলের দাগ বেশি প্রকট হয়ে যাওয়ায় পুরো লুক নষ্ট করে দেয়। ন্যাচারাল লুক থাকে না। আবার বেশ কিছু ক্ষেত্রে আইব্রো পেনসিল ব্যবহার করেও অনেকে সঠিক ভাবে ভ্রু পল্লব আঁকতে পারেন না। এ রকম হলে আই মেকআপ যতই সুন্দর হোক না কেন মুখের সৌন্দর্য ম্লান থেকে যায়। তবে আইব্রো পেনসিলের বদলে আইব্রো জেল ব্যবহার করলে এই সব কোনো সমস্যাই হবে না। বরং আইব্রো জেল ব্যবহারের বেশ কিছু সুবিধেও আছে যেমন-
আইব্রো জেল ব্যবহারের সব থেকে বড় সুবিধে হল এই যে এটা ব্যবহার করে মনের মতো করে ভুরু সাজিয়ে নিতে পারেন। আর ভ্রু পল্লবের লুক একেবার ন্যাচারাল দেখায়।
বর্তমানে মোটা ভুরুর লুক খুবই জনপ্রিয়। তাই যাদের সরু ভুরু তারা অনেকেই মাইক্রোব্লেডিং কিংবা অন্যান্য ট্রিটমেন্ট করে থিক আইব্রো লুক পেতে চান। তবে আইব্রো জেল ব্যবহার করলে এই সব কিছুর প্রয়োজন পড়বে না। কারণ, আইব্রো জেল লাগিয়ে শুধু ব্রাশ করলেই ভুরু সুন্দর ভাবে সেট হয়ে যায় এবং দেখতে ঘন লাগে।
বাজারে আইব্রো সেট করতে নানা রকমের বিউটি প্রোডাক্ট রয়েছে, তবে সেগুলো দিয়ে আইব্রো সেট করলে তা কয়েক ঘণ্টা ঠিক থাকে। অন্যদিকে আইব্রো জেল ব্যবহার করলে ভুরু প্রায় গোটা দিনই একইভাবে থাকে। আপনার আইব্রো লুক নষ্ট হয় না।
হাতে কম সময় থাকলে এই আইব্রো জেল দারুণ কাজের। কারণ প্রথমত আইব্রো পেনসিল দিয়ে ভুরু আঁকতে সময় লাগে। আর ভুরু আঁকার পরে ভুরু সেট করতে আবার ট্র্যানস্প্যারেন্ট মাস্কারা লাগাতে হয়। কিন্তু আই ব্রো জেল ব্যবহার করলে এই সব কিছুই করতে হয় না। আর চটপট কাজও সারা যায়। আইব্রো জেল লাগিয়ে শুধু ব্রাশ করলেই ভুরু সুন্দর ভাবে সেট হয়ে যায়। এর ফলে আপনার সময় ও টাকা দুইয়ের সাশ্রয় হয়।