ভাল ও পর্যাপ্ত ঘুম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই প্রত্যেকদিন ৭ থেকে ৮ ঘুমোনো অত্যন্ত আব্যশক। বেশ কিছু বিউটি প্রোডাক্টস ঘুমের মধ্যে বেশি ভাল কাজ করে। এদেরই একটি সিল্কের বালিশের কভার বা ওয়াড়। জানা গেছে কুচকানো ত্বক থেকে দু’মুখো কিংবা কুকড়ে যাওয়া চুলের সমস্যা মেটাতে এই সিল্কের বালিশের ওয়াড় (silk pillowcases) ভীষণ কার্যকরী। কি বিশ্বাস হচ্ছে না? তা হলে জেনে নিন কেন এটা ত্বক ও চুলের জন্য উপকারী-
ত্বকের কুচকানো প্রতিরোধ করে
সুতির বালিশের ওয়াড়ের তুলনায় সিল্কের বালিশের ওয়াড়ে ভাল ঘুম আসে এবং এটা ত্বক ভাল রাখে। চামড়া জরজর হতে দেয় না। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, রাতে ঘুমোনোর সময় বালিশের সঙ্গে আমাদের চুল ও মুখের ঘষা লাগে বারবার। এই ফ্রিকশন বা ঘষা লাগার ফলে ত্বকে ক্রিজ বা চামড়া কুঁচকে যাওয়ার মত সমস্যার সৃষ্টি হয় না। অন্যদিকে সিল্ক বা সিল্কের মতো মসৃণ কোনও কিছুর সঙ্গে ঘষা লাগলে এই সমস্যাগুলো হয় না।
ফ্রিজি হেয়ার বা কুচকোনো চুলের সমস্যা মেটায়
সিল্কের বালিশের ওয়াড়ে মসৃণ হওয়ায় চুলের সঙ্গে ঘষা লাগে না। তাই সকালে ওঠে কুচকানো ও জট পাকিয়ে যাওয়া চুলের সমস্যা অনেকটাই কম হয়। যাঁদের কোকড়ানো চুল তাদের জন্য এই সিল্কের বালিশ ভীষণ উপকারী। চুলের বিনুনি বা ব্লো আউট করা থাকলে তা দীর্ঘস্থায়ী হবে। সুতির বালিশের ওয়াড়ে ঘষা লেগে চুল সহজেই জট পাকিয়ে যায়।
ত্বকের আদ্রতা বজায় রাখে
সিল্ক ত্বকের মসৃণ ও সুন্দর ভাব এবং আর্দ্রতা বজায় রাখে। যাঁদের রুক্ষ ত্বক তাঁরা সিল্কের বালিসের ওয়াড় ব্যবহার করতে পারেন।
চুলের স্বাস্থ্য ভাল রাখে সিল্কের বালিশের ওয়াড়
সিল্কের তুলনায় সুতির কাপড়ে বেশি ছিদ্র থাকে এর ফলে ঘুমের সময় বার বার পাশ ফিরলে চুল বেশি ছেড়ে। এবং এই ধরনের বালিশের ওয়াড় চুলের আর্দ্রতা শুষে নেয় এর ফলে চুল শুষ্ক হয়ে যায় এবং মাথার চামড়া খসখসে হয়ে যায়। অন্যদিকে সিল্কের বালিশের ওয়াড় চুলের আদ্রতা বজায় রাখে।