এখন রীতিমতো ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাড়িয়েছে নেল আর্ট(nail art)। সেই ২০২০-তে লকডাউনের সময় নেল আর্টের ডিজাইন ও ভিডিওতে ভরে গিয়েছিল ফেসবুক(Facebook), ইনস্টাগ্রাম(Instagram) ও ইউটিউব(YouTube)। সেই ট্রেন্ড এখনও ফ্যাশন ওয়ার্ল্ডের মধ্য গগনে। প্রত্যেকদিন নেল আর্ট নিয়ে চোখে পড়ছে নতুন নতুন চমক। এই কিছুদিন আগে জনপ্রিয় সাউথ কোরিয়ান নেটফ্লিক্স সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে রকমারি নেল আর্ট করে একেবারে দেশ বিদেশের খবরের শিরানামে চলে আসে কুয়ালা লামপুরের উপকন্ঠে অবস্থিত একটি নেল সালোঁ। আর এবার নজর কেড়েছে কাওয়াই নেল আর্ট (kawaii nail art)। এখন সেলিব্রিটিদের হাতে হাতে থুড়ি নখে নখে ঘুরে বেড়াচ্ছে এই জাপানি নেল আর্ট।
সম্প্রতি টেনিস তারকা নাওমি ওসাকা(Naomi Osaka) যাঁকে ইউএস ওপেনে(US Open) দেখা গিয়েছিল, এবার তিনি ইনস্টাগ্রামে(Instagram) তাঁর নখের কারুকার্য নিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। আর দারুন সব নেল আর্ট দেখে এবার এই কাওয়াই নেল আর্ট নিয়ে মেতেছেন নেটিজেনরা। এখন ছুটির মেজাজে রয়েছেন নাওমি ওসাকা। আর গ্রিস ও ইতালিতে ছুটি কাটানোর বিভিন্ন ছবি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। এই ছবিগুলিতে তাঁর নখ জুড়ে রয়েছে কাওয়াই নেল আর্ট।
View this post on Instagram
জাপানি শব্দ কাওয়াইের অর্থ হল কিউট বা আকর্ষণীয় এবং এটি নান্দনিক বিষয়ের ক্ষেত্রে প্রয়োজ্য । আর নাওমির নখের কারুকার্য হল সত্যি দারুণ আকর্ষণীয়। নানা রকমের হলুদ, গোলাপি, কমলা, নীল ও বেগুনি রঙ দিয়ে সাজানো কাওয়াই নেল আর্ট নিয়ে নেটিজেনদের মধ্যে উত্তেজনার শেষ নেই। রোম থেকে এই কাওয়াই নেল আর্টের এই ক্লোজআপ ছবি তুলে পোস্ট করেছেন বছর চব্বিশের নাওমি ওসাকা।
এই মুহূর্তে মার্কিন মুলুকে ভীষণ ট্রেন্ডিং এই কাওয়াই নেল আর্ট। আর এই নেল আর্টে নানান রঙের পাশাপাশি বিভিন্ন থ্রিডি অবজেক্ট যেমন গামি বিয়ার, হার্ট, হাতে তৈরি নকশা ব্যবহার করা হয়। এগুলো আলাদার করে নখের ওপর লাগিয়ে দেওয়া হয়।
জাপানি এই টেনিস তারকা জাপানের জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র রিলাককুমা(Rilakkuma) নামে একটি ভাল্লুক দিয়ে তাঁর নখ সাজিয়েছেন। আবার সেই নেল আর্টের সঙ্গে মানানসই পোশাকও পড়েছেন নাওমি। এদিকে আমেরিকাতে এখন কাওয়াই নেল আর্টে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে হেলো কিটি(Hello Kitty), পিকাচু(Pikachu), সেলর মুন(Sailor Moon), মিনি মাউস(Minnie Mouse) ইত্যাদি।