কলকাতা: কলকাতার পাশাপাশি গোটা দেশেই জ্বালানির দাম বেশ চড়া। বিশেষজ্ঞেরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে কমতে পারে জ্বালানির দাম। ফলে প্রতিদিনই সাধারণ মানুষের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে কি সস্তা হল পেট্রল (Petrol), ডিজেল (Diesel)? কিন্তু জানিয়ে রাখি, এখনও তেমন কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফে। সুতরাং চড়া দামেই গাঁটের কড়ি খরচ করে তেল কিনতে হচ্ছে কলকাতাবাসীকে।
দেখে নেওয়া যাক কলকাতায় জ্বালানির দাম কত?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০৬.০৩ টাকা
* প্রতি লিটারে ডিজেলের দাম: ৯২.৭৬ টাকা
কলকাতা শহরে গত প্রায় ৪৬৩ দিন ধরে জ্বালানির দাম কিন্তু স্থিরই রয়েছে। সেই বিচারে জ্বালানির দামের বিচারে সপ্তাহের প্রথম দিনে এটি নয়া রেকর্ডও। কারণ এর আগে কলকাতায় কখনই জ্বালানির দাম এতদিন টানা অপরিবর্তিত থাকেনি।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিন সোনার দাম কতটা কমল জেনে নিন
দেখে নেওয়া যাক মুম্বইতে জ্বালানির দাম কত?
* প্রতি লিটার পেট্রলের দাম: ১০৬.৩১ টাকা
* প্রতি লিটার ডিজেলের দাম: ৯৪.২৭ টাকা
দেশের মেট্রো শহরের তুলনায় মুম্বইতেই জ্বালানির দাম সবচেয়ে বেশি।
দেখে নেওয়া যাক চেন্নাইয়ে জ্বালানির দাম কত?
* প্রতি লিটার পেট্রলের দাম: ১০২.৬৩ টাকা
* প্রতি লিটার ডিজেলের দাম: ৯৪.২৪ টাকা
দেখে নেওয়া যাক নয়া দিল্লিতে জ্বালানির দাম কত?
* প্রতি লিটার পেট্রলের দাম: ৯৬.৭২ টাকা
* প্রতি লিটার ডিজেলের দাম: ৮৯.৬২ টাকা
অর্থাৎ রাজধানী দিল্লিতে জ্বালানির দাম অন্য মেট্রোপলিটন শহরের তুলনায় অপেক্ষাকৃত কম।