ঘরের মেকওভারে কোন রঙ বাছবেন তা নিয়ে দোটানায় পড়েছেন। একেবার সাদা নাকি পছন্দের গাঢ় রঙে সাজিয়ে তুলবেন সেটা কিছুতেই ঠিক করতে পারছেন না। ভাবছেন সাদা রঙে আলোঝলে হয়ে উঠবে ঘর। আবার গাঢ় রঙ দিয়ে থিম ডেকরের ইচ্ছেটাও দিন দিন প্রবল হচ্ছে। এই দোটানার একটা সহজ সমাধান হল ঘরের কোনও একটা দেওয়ালে লাল রঙে রাঙিয়ে তুলুন। বাদ বাকি দেওয়ালগুলিতে সাদা বা লালের সঙ্গে মানানসই হালকা কোনও শেড ব্যবহার করতে পারেন। তবে লাল রঙ নিয়ে কোনও দ্বিধা থাকলে জেনে নিন ঠিক কোন কোন কারনে আর বাদ বাকি গাঢ় রঙয়ের থেকে এগিয়ে এই লাল রঙ।
ভালবাসার রঙ লাল
লাল হল ভালবাসার রঙ যদিও তর্কের খাতিরে অনেকে বলতে পারেন বিপদ সংকেতও। তবে বাড়ি হোক কিংবা অফিস লাল রঙয়ের দেওয়ালে নজর কাড়বেই। লাল রঙয়ের একটা ইতিবাচক প্রভাব আছে। তাই পরিকল্পনা করে যদি এই ঘরের দেওয়াল এই রঙ লাগান তা হলে বলা বাহুল্য আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঘর এবং বাড়ি।
লাল রঙ বাড়ি আকর্ষণীয় করে তোলে
অনেকেরই মনে হবে লাল রঙে দেওয়াল ও ঘর সাজানো বেশ কঠিন। তবে আর একবার ভাবুন। ডাইনিং বা ড্রয়িং রুমের পছন্দের দেওয়ার বেছে নিন তাতে লাল রঙয়ের হালকা বা গাঢ় শেড লাগান। সঙ্গে কিছু সাদা বা হালকা রঙয়ের আসবাবপত্র, শো পিস বাছুন। রঙ করানোর আগে অবশ্যই ভাল করে পরিকল্পনা করে এগোতে হবে। পরিকল্পনা মাফিক হলে বলা বাহুল্য ফল হবে আশানুরূপ। ঘর হয়ে উঠবে আকর্ষণীয়।
লাল রঙ মুড ভাল করে মন খুশি রাখে
গাঢ় রঙ ঠিকই, তবে লাল রঙ সহজেই মন ভাল করে। জীবনে পজিটিভিটি আনে। পাশাপাশি অন্দরসজ্জা আকর্ষণীয় করে তোলে তাই মন ভাল থাকে। যদিও একান্তই গাঢ় রঙ আপনার পছন্দ না থাকে তা হলে ঘরের কোনও একটা দেওয়ালে লাল রঙ করুন এবং বাদ বাকিগুলো সাদা রঙে রাঙিয়ে নিন। ঘরের এই মেকওভার আপনাকে মুগ্ধ করবেই।
লাল রঙ বাড়িতে সুন্দর বৈচিত্র আনে
সোশাল মিডিয়ার দৌলতে আজকাল রকমারী মেকআপ, পোশাক, অন্দরসজ্জা দেখা যায়। কিন্তু এর একটা সমস্যা হল যে এর ফলে বৈচিত্র হারিয়ে যাচ্ছে সব কিছুতেই। ফেসবুক থেকে অনুপ্রাণিত হয়ে অধিকাংশ এক ধরনের সাজ, পোশাক পড়ছেন। অন্দরসজ্জাতেও তার প্রভাব দেখা যাচ্ছে। তাই ব্রেকিং দ্য বোরডম অন্যান্য গাঢ় রঙয়ের বদলে লাল রঙয়ের সঙ্গে সাদা বা আপনার পছন্দের হালকা রঙয়ের শেডে দেওয়াল সাজালে অন্দরসজ্জাতেও কিছুটা বৈচিত্র আসবে।
নিত্য জীবনযাপনেও ইতিবাচক প্রভাব ফেলবে লাল রঙ
লাল যেমন ভালবাসার রঙ। ঠিক তেমনই লাল রঙ মানে আবেগ, শক্তি, স্ফূর্তি, সাহস, সংকল্প। জীবনে ঝুঁকি নিতে শেখায় এই লাল রঙ। তাই সপ্তাহের বা মাসের যে দিনগুলোতে নিজের মধ্যে মোটিভেশনের অভাব মনে করেন সেই দিনগুলোতে এই লাল দেওয়ালের পাশে বসে সময় কাটান। আপনার অজান্তেই কখন দেখবেন মন খারাপের মেঘ কেটেছে গেছে।
করোনার আতঙ্ক কাটিয়ে নতুন বছরে জীবন হাসিখুশি করে তুলতে এই লাল রঙে ভরসা রাখতেই পারেন।