শরীর ও ত্বক ভাল রাখতে পাকা কলার উপকারিতা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তবে ত্বকের পরিচর্যায় পাকা কলার খোসার উপকারিতা কি আপনার জানা আছে? করোনাকালে ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যায় মজেছেন আমজনতা থেকে সেলিব্রেটি, সকলেই। এবার পিগমেন্টেশন ও ব্রণর সমস্যার সমাধান করতে পাকা কলার খোসা দিয়ে পরিচর্যার পথ বাতলে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। কলার খোসা কীভাবে ত্বকের পরিচর্যায় কাজে আসে এবং তা কীভাবে ব্যবহার করবেন জেনে নিন-
কীভাবে কাজ করে কলার খোসা?
ইনস্টাগ্রামের ভিডিও-তে ভাগ্যশ্রী জানিয়েছেন,কলার খোসায় সিলিকা রয়েছে যা ত্বকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন কোলাজেন উৎপাদনে বৃদ্ধি করে। এতে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি এতে প্রচুর পরিমানে ফেনোলিক্স আছে। এই পেনোলিক্সের অ্যান্টি মাইক্রোবিয়াল কার্যকারিতা আছে।
View this post on Instagram
পাকা কলার খোসার উপকারিতা নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কলার খোসায় প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও জরুরী পুষ্টি রয়েছে। এগুলি ত্বকের রঙ পরিষ্কার করতে এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে ভীষণ কার্যকরী। এছাড়া ত্বকে বলিরেখা কমানোর ক্ষেত্রেও কলার খোসা খুব ভাল কাজ করে। আর এখানেই শেষ নয়, ত্বকের আর্দ্রতা ধরে রাখে পাকা কলার খোসা। এর ফলে ত্বকের লাবণ্য বজায় থাকে। ত্বকে সতেজ ও টানটান থাকে।
এমনকি সোরিয়াসিসের সমস্যায় চুলকানির থেকে মুক্তি পেতে দারুন ভাল কাজ করে কলার খোসা। ত্বকের জ্বালা ও চুলকানির অংশে পাকা কলার খোসা লাগালে আরাম পাবেন।
রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন পাকা কলার খোসা?
কলার খোসার সাদা অংশটা মুখে ভাল করে লাগিয়ে নিন। পনেরো মিনিট মুখে রেখে দিন এবং এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তফাতটা নিজেই বুঝতে পারবেন।