দারুচিনির মাহাত্ম্য আর নতুন করে বলার অপেক্ষা রাখে না সে আপনি শীতের সন্ধ্যে বাড়ি ফিরে সিনেমন হট চকলেট খান কিংবা ছুটির দিনের কষা মাংসের ঝোলে গরম মশলায় দরুচিনি মেশান। খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে দারুচিনির জুড়ি মেলা ভার। এদিকে আবার ঠান্ডা লাগলে কিংবা সর্দি কাশিতেও দারুচিনি ভীষণ কাজের। তবে এখানেই শেষ নয় ব্রণর সমস্যার সহজ সমাধান করতে দারুণ কাজের দারুচিনি।
এমনিতে সব ধরনের ত্বকের পরিচর্যাতে দারুচিনি বেশ কার্যকরী। দারুচিনির অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা রয়েছে এর ফলে ব্রণ ও ফুসকুরি সহ যে কোনও ব্যাক্টেরিয়া সংক্রমণের সহজ সমাধান করতে পারে দারুচিনি। তাই রূপচর্চায় কীভাবে কাজে লাগাবেন দারুচিনি জেনে নিন-
অ্যান্টি অ্যাকনে ফেস মাস্ক
অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল কার্যকারিতা রয়েছে দারুচিনির। তাই ব্রণ সারাতে দারুচিনির তৈরি এই মাস্ক ভীষণ কার্যকরী।
উপকরণ
দারুচিনি পাউডার- ১/ ২ টেবিল চামচ
মধু- ১/ ৪ টেবিল চামচ মধু
অ্যালোভেরা জেল- ১ টেবিল চামচ
কীভাবে বানাবেন ফেস প্যাক
একটি পাত্রে তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এবার হাত ভাল করে ধুয়ে আঙুলের ডগায় মিশ্রণটা নিয়ে ব্রণ ও ফুসকুড়ির জায়গাগুলোতে লাগান। এই মিশ্রণ ২০ মিনিট মুখে রেখে ইষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
গ্লো বুস্টিং ফেস মাস্ক
জোলুসহীন ত্বকে নিমেষে জেল্লা ফেরাবে এই গ্লো বুস্টিং ফেস প্যাক।
উপকরণ
দারুচিনি গুঁড়ো- ১/ ২ টেবিল চামচ
মুলতানি মাটি- ১/ ২ টেবিল চামচ
টক দই কিংবা ইয়গহার্ট- ২ টেবিল চামচ
কীভাবে বানাবেন ফেস প্যাক
সব কটি উপকরণ একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। মুখ, গলা ও হাত ভাল করে পরিষ্কার করে নিন। ভাল করে জল মুছে নেওয়া পর ঘন করে মিশ্রণ লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট এই মিশ্রণটা আপানার ত্বকে লাগিয়ে রাখুন। এর ফলে এর পুষ্টি ত্বকের ভিতর অবধি পৌঁছে যাবে। প্যাক শুকিয়ে গেলে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিন।
অ্যান্টি এজিং ফেস মাস্ক
চামড়ার টানটান ভাব কমে আসছে? কপালে, চোখের কোলে কুচকানো চামড়া সারিয়ে তুলতে দারুণ কার্যকরী এই ফেস মাস্ক।
উপকরণ
দারুচিনি গুঁড়ো- ১/ ২ টেবিল চামচ
চটকে রাখা অ্যাভোকাডো- ২ টেবিল চামচ
কীভাবে বানাবেন ফেস প্যাক
উপকরণ দুটি ভাল করে ব্লেন্ড করে নিন। এবার এই মিশ্রণ মুখে ও গলায় লাগিয়ে নিন। এই প্যাকে অ্যাভোকাডোর অনুপাত আপনার ইচ্ছে মত বাড়াতে পারেন। এই মাস্ক মুখে ও গলায় লাগিয়ে পাঁচ মিনিট ভাল করে মালিশ করুন। মালিশের পর ২০ মিনিট রেখে ধুয়ে নিন।